রানা প্লাজা

লিখেছেন লিখেছেন শান্তিপ্রিয় ২২ মে, ২০১৩, ০৩:৩৩:৪০ দুপুর



এ যে কেমন যন্ত্রণা

স্বজন ছাড়া বুঝেনা

ইটের নিচে মাথা ফাঁটে

লোহার রট কলিজায় বিঁদে

মরণ জ্বালায় ছটফট করে

তবুও মরণ আসে না

এ যে কেমন যন্ত্রণা

স্বজন ছাড়া বুঝে না

কারো বাবা কারো মা

কারো আদরের সোনা

আর কত অজানা

খুঁজলে লাশ মিলেনা

লাশের মিছিল শেষ হয়না

রানা প্লাজার কারখানা

লাশ দেখে কয় মর্জিনা

ঘুমাইছে দুঃখিনা মা

তোমরা কথা বলো না

মা ছাড়া যাবো না

এ যে কেমন যন্ত্রণা

স্বজন ছাড়া বুঝে না

এ তো নয় দুর্ঘটনা

ঘটায়েছে সন্ত্রাসী রানা

ওর ফাঁসি মোদের কামনা

ও হে আদালত ওকে খালাস দিওনা

এসো সবাই করি প্রার্থনা

ওদের জান্নাত হউক ঠিকানা।

বিষয়: আন্তর্জাতিক

১৫৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File