মা ও মা
লিখেছেন লিখেছেন টালের পাখা ২১ এপ্রিল, ২০১৩, ০৪:১৩:৫৫ বিকাল
মা ও মা
তুমি চুপটি কেন থাক
ভালবাসার পরম ছোয়াঁয়
আমায় ডাকো নাগো
আমি তুমার দুষ্ট ছেলে
এসেছি তোমার দ্বারে
আমায় দেখে চুপ থেকোনা
আমার কষ্ট লাগে
তোমার মুখের হাসি আমায়
লাগে স্বর্গের মতো
মা ও মা
তুমি চুপটি কেন থাক
বিষয়: বিবিধ
১৭৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন