বাংলা আমার
লিখেছেন লিখেছেন টালের পাখা ১৮ এপ্রিল, ২০১৩, ১২:৪৩:০১ দুপুর
রুপের রাণী বাংলা আমার,
মায়া-মমতায় ঘেরা।
ভালবাসার স্নিগ্ধ শোভাস,
কানায় কানায় ভরা।
পুব আকাশে রবি জাগে,
আলোর পেখম মেলে।
বিলের ধারে শাপলা শালুক,
মন খুলে হাসে।
গাছর ডালে পাখিরা সব গানে মেতে উঠে,
তাই শুনে ফিঙ্গে-ফরিং নাচে তালে তালে।
রাতের বেলায় জোৎস্না উঠে,
রুপের থালা নিয়ে।
রুপের রাণী বাংলায় থেকে,
পরান আমার জুড়ে।
বিষয়: বিবিধ
১৪৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন