তিন কবিতা
লিখেছেন লিখেছেন গাজী ১১ মার্চ, ২০১৩, ১০:৩৮:৪০ রাত
হারানো খুকি
'নীরব' রেস্তরায় মুখোমুখি
নগরময় রিকশায় ভাসা,
পাঁচ পক্ষের ভালবাসা
হারিয়ে গেল খুকি!
সুকন্ঠীর গানে
অনুষ্ঠানের সারিতে দর্শক
তৃপ্ত যার সুরেলা গানে,
মুগ্ধ তিনি সুকন্ঠীর সেই
'সাগর বেলা'র গান শুনে।
অনুশোচনা
দারুণ তন্বী প্রখর স্বত্তা
কোমল প্রাণের মহৎ মানবী,
প্রদান করার প্রত্যয়ী চোখে
কেন যে হৃদয় ঢালিনি কবি?
(পাঁচ পক্ষ: এক পক্ষ=১৫ দিন হিসেবে)
বিষয়: সাহিত্য
১৪৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন