অলৌকিক ঘ্রাণ
লিখেছেন লিখেছেন গাজী ২৮ ডিসেম্বর, ২০১৪, ১১:৩৮:০০ রাত
মুঠোফোনে তার ঘ্রাণ
অথচ আমরা কথা বলছিলাম
ওয়েভ কী ঘ্রাণ ও পৌঁছুতে পারে!
জানিনা, তবে তার সাথে
সন্ধ্যার সাথে সাথে
ঝরছিল বাক্যের ফুলঝুরি
সে আমার সে
সে আমার কে?
মহিমময় মহিমা রেখেছে
পাতালে-জমিনে-আকাশে
পরলোকে বেহেশতে
আয়োজিত আসরে
তার সাথে দেখা হবে
রোজ হাশরে
সে আমার সে
সে আমার কে?
তার সাথে দেখা হবে
পবিত্র কাননে
সে আমার সে।
১৪.০৯.২০০৬
ঢাকা
বিষয়: সাহিত্য
১১৯৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হুমম.. সে আমার সে
মন্তব্য করতে লগইন করুন