ওদের শিক্ষা নেওয়া উচিত !!
লিখেছেন লিখেছেন মোনের কোঠা ১১ মার্চ, ২০১৩, ১০:৪১:৪০ রাত
ওদের শিক্ষা নেওয়া উচিত !!
নয়াদিল্লীর চলন্ত বাসে মেডিকেল ছাত্রীর উপর পৈশাচিক ধর্ষণের নাটেরগুরু মানসিংহ অপমান আর লজ্জা সহ্য করতে না পেরে জেল খানায় আত্বহত্তা করেছে ! একজন বিধর্মী , অশিক্ষিত বাস চালক এর অপকর্মের প্রায়াশ্চিত্ত থেকে '৭১ এ "গণধর্ষণের" নাটেরগুরু গোলাম আজম , নিজামী , মুজাহিদদের শিক্ষা নেওয়া উচিত ! একাত্তরের এই নরপিশাচ এবং তাদের সাথীদের উচিত এই "বাস চালকের" পথ ধরে জেলখানায় এবং যার যার বাড়ীতে "গণ-আত্বহত্তা" করা ! তা না করে তারা আজ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ! '৭১ এ পাকিস্তান হানাদার বাহিনীর পথ ধরে ওরা আজ আমাদের অহংকার , স্বাধীনতার প্রতিক শহীদ মিনার গুড়িয়ে দিচ্ছে , পতাকা পুড়িয়ে ফেলছে , পুলিশ হত্যা করছে ! বাড়ীর বৈঠকখানায় বসে নেতারা মোবাইল ফোনে পথভ্রান্ত শিবির কর্মীদের উস্কিয়ে দিয়ে বলছে "মরলে শহীদ আর বাঁচলে গাজী" কিন্তু আজ পর্যন্ত সাধরণ কর্মী ছাড়া কোনো নেতাকে মরতে দেখা যায় নি ! এরা আজ সাধারণ কর্মীদের সামনে দিয়ে নিজেরা বিদেশে পারি জমাচ্ছে ! তাই আজ তরুণ শিবির কর্মীদের আত্মসুদ্ধির সময় এসেছে , তাদের আজ স্বাধীনতার সত্যিকারের ইতিহাস জানার সময় এসেছে ! এখনো সময় আছে হে শিবির কর্মীরা "ধর্ম ব্যবসায়ী" নেতাদের মিথ্যাচার থেকে মুক্ত হয়ে সত্যের পথে আসো ৷ তা না হলে "ধর্মের নামে মিথ্যাচারী" নেতাদের মত তোমাদের কেও পাপের শাস্তি ভোগ করতে হবে , ইতিহাসের আস্তাকুড়ে বিলীন হয়ে যেতে হবে !
জাজাক আল্লাহ খায়ের ৷
বিষয়: বিবিধ
১১৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন