কয়েকটি লাইন

লিখেছেন লিখেছেন েনেসাঁ ১৩ আগস্ট, ২০১৬, ০৩:২৫:০৮ দুপুর



বিবেকের ঘরে পড়েছে আজ তালা,

সততা আর নৈতিকতার কথায় গায়ে ধরে জ্বালা।

আজ যাদের গলায় মালা, তাদের বিবেক বলে যদি থাকেই কিছু ,

তবে রাজকোষ কেন খোলা ?

- আশাদুল্লাহ্

-----------------------------------------------------------------

বিবেকের কাছেও ফিরে দেখো, সেও ক্ষুধার্ত,

ন্যায় অন্যায় আপেক্ষিকতায় খুঁজে সে অর্থ।

-তপন

-----------------------------------------------------------------

আজ কানারাই দেখে বেশি, চোখওয়ালারা অন্ধ,

চোখ বাঁচাতে, চোখের মানুষ, চোখ রেখেছে বন্ধ

-তপন

-----------------------------------------------------------------

জ্ঞানের রাজ্যে গোলাম থেকেও ভাঁড় অনেক ভালো

লোক হাসিয়ে রুজি করে ভেতরে নেই তার কালো।

তুই কেবলই গোলাম হলি চোরের সাথের চর

ধ্যানের রাজ্যে লুকিয়ে থেকেই জ্ঞান করেছিস পর।

-তপন

-----------------------------------------------------------------

জ্ঞানচোর।-তপন

-------------------------------------------------------------

জ্ঞানের সাথে চুরি করে যায় কি রে আর বাঁচা?

হাজার কিতাব পড়েও রে তুই মূলেই রইবি কাঁচা।

সত্যি সে জ্ঞান ধরলি না রে জ্ঞানের ভেতর জ্ঞান

চোরের বাজার করলি খালি চুরিই তোদের ধ্যান।

জ্ঞানের রাজ্যে গোলাম থেকেও ভাঁড় অনেক ভালো

লোক হাসিয়ে রুজি করে ভেতরে নেই তার কালো।

মন কেবলই গোলাম হলি চোরের সাথের চর

ধ্যানের রাজ্যে লুকিয়ে থেকেই জ্ঞান করেছিস পর।

বিঃদ্রঃ চর=কারও দ্বারা নিযুক্ত হয়ে গোপনে সংবাদ সংগ্রহে রত ব্যক্তি। জ্ঞানচোর= জ্ঞান কখনো চুরি করা যায় না, অর্জন করতে হয় , তাই যাদের বিষয়ভিত্তিক জ্ঞান থাকার পরেও সৎ পথে কাজে না লাগিয়ে লুকিয়ে রাখে বা অপকৌশেলে কাজে লাগায় তাদের জ্ঞানচোর বলেছি।

-----------------------------------------------------------------

বিষয়: বিবিধ

১১৭৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376204
১৩ আগস্ট ২০১৬ বিকাল ০৫:০১
কুয়েত থেকে লিখেছেন : আজ যাদের গলায় মালা তাদের বিবেক বলে যদি থাকেই কিছু তবে রাজকোষ কেন খোলা..? ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File