মানুষ মরে যাই যাক, সোনার বাংলা জিন্দাবাদ
লিখেছেন লিখেছেন েনেসাঁ ২১ জুলাই, ২০১৬, ০৪:২৭:৪০ বিকাল
স্বৈরাচার নিপাত যাক,
গণতন্ত্র মুক্তিপাক।
নূর হোসেনরা যায় যাক,
তবুও গণতন্ত্র বেঁচে থাক।
ছিল মোদের অঙ্গীকার,
স্বৈরাচার সঙ্গী হবে না আর।
দুদিন না যেতেই ভুলে গেলাম সবই,
উঠল না আর গণতন্ত্রের রবি।
কদিন বাদে যদিও পেলাম গণতন্ত্রের রবি,
সে তো গণতন্ত্র নয়, ছিল তার ছবি।
স্বৈরাচার, রাজাকার মিলেমিশে সরকার,
দুর্নীতি, লুটপাট, বিগত সরকার পিছিয়ে থাক।
দশ টাকা সের চাল আর ঘরে ঘরে কাজ,
সবই ছিল ফাঁকা বুলি, দলীয় লোকের রাজ।
চোখ-মুখ বন্ধ রাখ,
যদি জীবন রাখতে চাস।
আর যদি মুখ খুলিস,
তোর পিছনে লেলিয়ে দেব পুলিশ।
মানুষ মরে যাই যাক,
সোনার বাংলা জিন্দাবাদ।
বিষয়: বিবিধ
৯৪৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন