তোমরা ফিরে এসো সকলে, ফিরে এসো সকল অন্যায় থেকে

লিখেছেন লিখেছেন েনেসাঁ ২০ জুলাই, ২০১৬, ০৬:৪৬:০৯ সন্ধ্যা



ফিরে এসো ব্যবসায়ী ভাই আমার, অধিক মুনাফা আর ভেজাল মেশানো থেকে।

ফিরে এসো ব্যাংকার ভাই আমার, অর্থ লুটপাট আর অনিয়ম থেকে।

ফিরে এসো ডাক্তার ভাই আমার, কমিশন আর রোগীর গলাকাটা থেকে।

ফিরে এসো ইন্জিনিয়ার ভাই আমার, চুরি আর অনিয়ম থেকে।

ফিরে এসো বোন আমার, পতিতালয় ছেড়ে স্বাভাবিক জীবনে।

ফিরে এসো ভাই আমার, জঙ্গীবাদ, সন্ত্রাস, চাঁদাবাজী আর নেশার জীবন থেকে।

ফিরে এসো ছাত্র ভাইয়েরা আমার, টেন্ডারবাজী ছেড়ে কলম হাতে ক্যাম্পাসে।

ফিরে এসো রাজনীতিবিদ্ ভাই আমার, ভোটচুরি, সন্ত্রাস ছেড়ে জন কল্যাণে,দেশ সেবা করতে।

তোমরা ফিরে এসো সকলে, ফিরে এসো সকল অন্যায় থেকে।

তোমরা ফিরে এসো সকলে, ফিরে এসো সকল অন্যায় থেকে সত্যের পথে।

বিষয়: বিবিধ

১১৬১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375011
২০ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৫২
হতভাগা লিখেছেন : ব্লগে আপনার ফিরে আসা দেখে ভালই লাগলো
375015
২০ জুলাই ২০১৬ রাত ০৮:০৪
হতভাগা লিখেছেন : ব্লগে আপনার ফিরে আসাতে ভালই লাগছে
375017
২০ জুলাই ২০১৬ রাত ০৮:০৯
শেখের পোলা লিখেছেন : ফিরে এস বাংলার নেতা নেতৃরা নিজের আখের গোছানোর প্রতিযোগীতা থেকে। ফিরে এস ব্লগাররা ডুব দেওয়া থেকে। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File