শান্তি শান্তি শান্তি , কিন্তু শান্তি কোথাই ?
লিখেছেন লিখেছেন েনেসাঁ ০৩ মার্চ, ২০১৩, ০৬:০৮:৫৪ সন্ধ্যা
শান্তি সকল ধর্মের মূল কথা। আর দুনিয়াই আমরা দুই ধরনের মানুষ দেখি
১) ধার্মিক ।
যারা ধর্মীয় ও নৈতিক শিক্ষাই শিক্ষিত, নিজেরা ভাল কাজ করে ও অন্যকে ভাল কাজ করতে উৎসাহিত করে, তাদের চিন্তাই থাকে সবসময়ই দেশ ও দশের উন্নয়ন । এরাই মূলত ধার্মিক। এদের সকল ধর্মের মধ্যেই দেখা যাই। আর
২) অধার্মিক।
যারা ধর্মীয় মূল্যবোধের তোয়াক্কা করেনা, নিজে তো ভাল কাজ করেই না ও অন্যকে ভাল কাজে বাধা সৃষ্টি করে, দেশ ও দশের কথা না ভেবে তারা শুধু বাক্তি কেন্দ্রিক চিন্তা ভাবনা করে, তারা মূলত ভোগবাদী। আর এরাই দুনিয়াই সকল অশান্তির মূল। এরা নিজেদের কে শান্তির দূত বলে আখ্যায়িত করে, আবার কখনও কখনও ধর্ম নিরপেক্ষ বলে দাবী করে। আর বলে আমরাই তো আসল ধার্মিক।
তাহলে শান্তি পাব কোথাই ?
শান্তি তখনই আসবে যখন সকল ধর্মের ধার্মিক লোকেরা ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ ভেদাভেদ ভুলে অধার্মিক লোকদের অশান্তির কাজগুলোকে প্রতিহত করতে পারবে তখনই শান্তি আসবে।
আর, যার যার ধর্ম তার তার কাছে।
বিষয়: বিবিধ
৯৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন