ছাত্রলীগের বাধার মুখে বন্ধ হয়ে গেল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট সংযোগের কাজ।
লিখেছেন লিখেছেন েনেসাঁ ২৫ নভেম্বর, ২০১৪, ০৩:৩১:২৯ দুপুর
মানুষ মাত্রই ভুল করে। তাই হাসিনা সরকারের ক্ষমতা গ্রহনের পর অনেক ভুলত্রুটি থাকা সত্ত্বেও কিছু কিছু ইতিবাচক দিক নিয়ে যদি আলোচনা করি তার মধ্যে সর্বাগ্রে আসবে বাংলাদেশকে ডিজিটালাইড এর দিকে দ্রুত এগিয়ে নেয়া। কিন্তু আওয়ামী লীগের যা কিছু অর্জন তা বিসর্জনের জন্য এক ছাত্রলীগই যথেষ্ঠ।টেন্ডার ছিনতাই, চাঁদাবাজী, হত্যা, সন্ত্রাস এমন কোন কাজ নেই যে তারা তা করছে না। সরকারের ভিশন-২০২১ এর আওতায় দেশের সকল বিশ্ববিদ্যায়কে ইন্টারনেট সুবিধার আনার কথা থাকলেও তার প্রধান অন্তরায় বাংলাদেশ ছাত্রলীগ। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যারা কাজগুলো করেছেন তারা তা হাড়ে হাড়ে টের পেয়েছেন। গত ২৪/১১/২০১৪ ইং তারিখে সিলেট সাবেক ছাত্রলীগ সভাপতি হীরণ মাহমুদ নিপু ও তা সহযোগীদের চাঁদা দাবী ও বাধার মুখে কর্মরত কন্টাকটরের কর্মকর্তা ও কর্মচারীগন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট সংযোগের কাজ বন্ধ করে পালিয়ে যেতে বাধ্য হয়। এভাবে চলতে থাকলে ভিশন-২০২১ আদৌ সফল হবে কিনা তা সংশয় দেখা দিয়েছে।
বিষয়: বিবিধ
১০২৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শৈবাল দীঘিরে বলে উচ্চ করি শির
লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির।।
আর সেকাজেও পদে পদে বাঁধা হচ্ছেন অভিশপ্ত ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগের বুভুক্ষু দেশপ্রেমিকরা।
মন্তব্য করতে লগইন করুন