●● কোনো প্রাণীই জানে না কোথায় এবং কিভাবে তার মৃত্যু হবে।
লিখেছেন লিখেছেন েনেসাঁ ২৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:১৪:৫৯ বিকাল
পবিত্র কুর'আনুল কারীমে মহান আল্লাহ ইরশাদ করেন,
●● তোমরা যেখানে যে অবস্থায়ই থাকো না কেনো, মৃত্যু তোমাদের ধরবেই।
যতো মজবুত কিল্লার মধ্যেই তোমরা অবস্থান করো না কেনো।
[সূরা নিসা, আয়াত ৭৮]
●● যখন তাদের কারও কাছে মৃত্যু আসে, তখন সে বলে, হে আমার পালণকর্তা ! আমাকে পুনরায় (দুনিয়াতে ) প্রেরণ করুন।
[সূরা আল-মুমিনুন, আয়াত ৯৯]
●● কোনো প্রাণীই জানে না কোথায় এবং কিভাবে তার মৃত্যু হবে।
[সূরা লোকমান, আয়াত ৩৪]
মৃত্যু কোনো ব্যক্তির ইচ্ছানুযায়ী, তার সুবিধা মতো সময় এবং পছন্দনীয় স্থানে আসবে না। বরং তা আসবে আল্লাহর ইচ্ছানুযায়ী, তাঁরই নির্ধারিত সময় ও স্থানে,
ধনী-গরীব, রাজা-প্রজা সবারই একটি ঠিকানা, "মাটির কবর"।
হে আল্লাহ আমাদের সকলকে মুমিন মুসলমান হিসেবে মৃত্যুবরণ করার তাওফিক দিন, আমীন।
বিষয়: বিবিধ
১১৬৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন