মোহরানা ছাড়া বিবাহ বৈধ কি? যে মোহরানা পরিশোধ করে না তার পরিণাম কী?
লিখেছেন লিখেছেন েনেসাঁ ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:৪৭:২১ দুপুর
মোহরানা ছাড়া বিবাহ বৈধ নয়। আল্লাহ তা‘আলা এরশাদ করেন, ‘আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহরানা খুশীমনে দিয়ে দাও’ (নিসা ৪)। রাসূল (ছাঃ) জনৈক ব্যক্তিকে মোহরানা বাবদ লোহার আংটি হলেও নিয়ে আসার নির্দেশ দেন। অতঃপর সেটাও না পাওয়ায় কুরআন শিক্ষা দেওয়ার শর্তে বিবাহ পড়িয়ে দেন (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৩২০২)। অতএব মোহরানা অপরিহার্য শর্ত। বরের সাধ্য অনুযায়ী মোহরানা ধার্য করবে। সেটা প্রথমেই পরিশোধ করা কর্তব্য।
লোক দেখানোর উদ্দেশ্যে অধিক পরিমাণ মোহরানা ধার্য করা এবং পরে স্ত্রীর কাছে মাফ চাওয়া ধোঁকার শামিল। এছাড়া যারা মোহরানা আদায় করে না, তারা দুনিয়া ও আখেরাতে তাদের স্ত্রীদের নিকট দায়বদ্ধ থাকবে। কেননা রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, বিবাহের সবচেয়ে বড় শর্ত হ’ল মোহর’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৩১৪৩ ‘বিবাহ’ অধ্যায়-১৩, অনুচ্ছেদ-৩)। বিবাহের সময় মোহর ফাঁকি দেওয়ার নিয়ত থাকলে তো বিয়েই বৈধ হবে না।
(from monthly At-tahreek, QA section)
বিষয়: বিবিধ
২৬২৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সূরা বাকারার ২২৮-২২৯ আয়াতগুলোর ব্যাখ্যা যদি একটু দিতেন ।
আর সম্মানজনক অবস্থানের এ স্বীকৃতি প্রাপ্তিটাই স্ত্রীর সবচেয়ে বড় অধিকার!!
সারাজীবন সার্বিক সেবা করেও স্ত্রীর মূল্যের কাণাকড়িও পরিশোধ করা সম্ভব নয়!
কাজেই যেসব পুরুষ বা মহিলা "মোহরাণা"কে "মূল্য" মনে করেন তাঁদের উভয়ের ধারণাই বাতিল!!
এমন কি এ মোহরাণা "সামাজিক নিরাপত্তা"র গ্যারান্টীও নয়!!
আমাদের চিন্তার গোড়ায় সংশোধন প্রয়োজন!!
মন্তব্য করতে লগইন করুন