শত কামুকের লোলুপ দৃষ্টি সহ্য করার চেয়েও কি পর্দা করা কঠিন?
লিখেছেন লিখেছেন েনেসাঁ ২২ জানুয়ারি, ২০১৪, ০২:৪৪:২৮ দুপুর
বোন! শয়তানের কুমন্ত্রণার শিকার হয়ে তুমি হয়ত ভাবছ, এই যুগে কি পর্দা করা সম্ভব? কিন্তু চিন্তা করে দেখ, তা যদি সম্ভবই না হবে তাহলে তোমার মতো অসংখ্য নারী কীভাবে পর্দা বিধান মেনে চলছে? কীভাবে তারা এই অসম্ভবকে সম্ভব করছে? আল্লাহ তাআলা তো কোনো অসম্ভব বিষয় বান্দার উপর চাপিয়ে দেননি।
পক্ষান্তরে তুমি চিন্তা করে দেখ, অসংখ্য লম্পট পুরুষ তোমার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে, তোমার উন্মুক্ত রূপ-যৌবন ধর্ষন করে বাসের হেলপার, কুলি-মজুর, ভদ্রবেশি কামুক পুরুষ সকলেই ধর্ষনসুখ চরিতার্থ করছে, তুমি কি তা মেনে নিতে পার? যদি না পার তাহলে নিজেকে আবৃত করা ছাড়া আর কী উপায় আছে? শত কামুকের লোলুপ দৃষ্টি সহ্য করার চেয়েও কি পর্দা করা কঠিন? তুমি হয়তো বলবে, আমি আমার মতো চলব। এতে অন্য পুরুষ কুচিন্তা করবে কেন? বোন! এই কেনর কোনো জবাব নেই। শুটকি মাছ খোলা পেলে বিড়ালের জিবে জল ঝরবেই। কেন ঝরবে-এই প্রশ্নের কোনো জবাব নেই।
বোন! তুমি কি দেখেছ, দৈনিক পত্রিকাগুলিতে তোমরা কীভাবে শিরোনাম হচ্ছ? ছয় থেকে ষাট এবং গ্রাম থেকে শহর কোথায় কোন বয়সে তোমরা নিরাপদ? আসলে আমরা সকলেই শুধু নিরাপদ আমাদের স্রষ্টার কাছে। আর তাঁর বিধানের ছায়ার মাঝে।
বিষয়: বিবিধ
১১৯৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন