পরীক্ষায় নকল ঠেকাতে ড্রোন !
লিখেছেন লিখেছেন েনেসাঁ ১৯ জানুয়ারি, ২০১৪, ১১:২৩:৫৮ সকাল
পরীক্ষার হলে নকল ধরতে বড় বড় শিক্ষকরা চেয়ে থাকেন। সারাক্ষণ এপাশ-ওপাশ ব্যস্ত পায়ে হাঁটাহাঁটি! কিন্তু এতো আয়োজনের পরও কী নকল রোধ করা সম্ভব হয়? অনেক শিক্ষার্থীই পরিদর্শকের নজর এড়িয়ে দিব্যি নকল করে যান বছরের পর বছর। আর এ কারণেই পরীক্ষায় নকল রোধ করতে এখন ব্যবহৃত হবে প্রযুক্তি। মানববিহীন ক্ষুদ্রাকার বিমান, যাকে ড্রোন বলে ডাকা হচ্ছে। সেই ড্রোন দিয়েই পরীক্ষা পরিদর্শকের কাজ সারার আয়োজন করেছে বেলজিয়ামের একটি স্কুল। বেলজিয়ামের মেচেলিনে অবস্থিত টমান মোর স্কুলে পরীক্ষা পরিদর্শকের পরিবর্তে ড্রোন ব্যবহারের এ অভাবিত বিষয়টি ইউটিউবে অনেকেরই নজর কেড়েছে। সংশ্লিষ্টদের মতে, পরীক্ষার হলে ড্রোন ব্যবহারের ফলে নকলের হার অনেক কমে যাবে। ড্রোনটিকে এমনভাবে তৈরি করা হয়েছে, যেটা সেন্সরের মাধ্যমে নকলকারীকে নকলরত অবস্থায় শনাক্ত করতে পারবে।
সূত্র : মিরর নিউজ।
বিষয়: বিবিধ
১৯৩৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন