তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সেকি মোর অপরাধ.....?"
লিখেছেন লিখেছেন েনেসাঁ ০৮ জানুয়ারি, ২০১৪, ০৪:১৫:৩৭ বিকাল
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সেকি মোর অপরাধ.....?"
এখন অনেক কেই দেখি নজরুলের এই লাইনটিকে ঢাল হিসেবে use করে.....তাদের নিমিত্তে এই ক্ষুদ্র প্রয়াশ....
.
.
হে নবী, আপনি মুমিন পুরুষদের বলে দিন যেন তাঁরা নিজেদের চোখকে অবনত রাখে এবং যৌনাঙ্গের হেফাজত করে।এতে তাদের জন্য রয়েছে পবিত্রতা।।
(সূরা নূরঃ৩০)
হাদিসে বলা হয়েছে, হযরত জারির (রাঃ) বলেন,আমি রাসূল (সাঃ) কে জিজ্ঞেস করলাম, হঠাৎ যদি কোনো পরনারীর প্রতি নজর পড়ে যায় তা হলে কী করব?
উত্তরে রাসূল সাঃ বললেন,
দৃষ্টি ফিরিয়ে নাও।।(আবু দাউদ)
কি এখন কি মনে হয়??? পুণ্য না অপরাধ ???
বিষয়: বিবিধ
৪৭৭৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন