হজ্ব যাত্রী পিতা ও পুত্রের গল্পঃ

লিখেছেন লিখেছেন েনেসাঁ ০৮ জানুয়ারি, ২০১৪, ১১:১২:০৪ সকাল



এক সত্যিকারের কাহিনী বলি আপনাদের! অনেক অনেক দিন আগে, এক বৃদ্ধ বাবা ও তার সন্তান উটের পিঠে চড়ে এক কাফেলার সাথে হাজ্জ পালনের উদ্দেশে রওনা দিলেন। মাঝ পথে হটাত বাবা তার ছেলে কে বললেন, ''তুমি কাফেলার সাথে চলে যাও, আমি আমার প্রয়োজন সেরেই তোমাদের সাথে আবার যোগ দিব, আমাকে নিয়ে ভয় পেয়োনা, '' এই বলে বাবা নেমে পরলেন উটেরর পিঠ থেকে, ছেলেও চলতে লাগল কাফেলার সাথে, কিছুক্ষন পর সন্ধ্যা হয়ে এল ,ছেলে আশে পাশে কোথাও বাবা কে খুজে পেলনা , সে ভয়ে উটের পিঠ থেকে নেমে উল্টা পথে হাটা শুরু করল , অনেক দূর যাওয়ার পর দেখল তার বৃদ্ধ বাবা অন্ধকারে পথ হারিয়ে বসে আছেন, ছেলে দৌড়ে বাবার কাছে গিয়ে বাবাকে জরিয়ে ধরলেন , অনেক আদর করে বাবা কে নিজ কাঁধে চড়ালেন , তারপর আবার কাফেলার দিকে হাটা শুরু করলেন, তখন বাবা বললেনঃ আমাকে নামিয়ে দাও আমি হেটেই যেতে পারবো ছেলে বললোঃ বাবা আমার সমস্যা হচ্ছে না, তোমার ভার ও খোদার জিম্মাদারি আমার কাছে সব কিছুর চেয়ে উত্তম , এমন সময় বাবা কেদে দিলেন ও ছেলের মুখে বাবার চোখের পানি গড়িয়ে পরল ছেলে বললঃ বাবা কাদছ কেন?? বললাম না আমার কষ্ট হচ্ছে না , বাবা বললেনঃ আমি সে জন্য কাদছি না , আজ থেকে ৫০ বছর আগে ঠিক এই ভাবে এই রাস্তা দিয়ে আমার বাবা কে আমি কাঁধে করে নিয়ে গিয়েছিলাম , আর বাবা আমার জন্য দোয়া করেছিলেন এই বলে যে , '' তোমার সন্তান ও তোমাকে এরকম করে ভালবাসবে। আজ বাবার দোয়ার বাস্তব রূপ দেখে চোখে পানি এসে গেল । বৃদ্ধ মা বাবা কে আপনি যেমন করে ভালবাসবেন , ঠিক তেমনটাই আপনি ফেরত পাবেন আপনার সন্তানদের মাধ্যমে ! তাই বলছি , নিজের সুখের জন্য হলেও মা বাবার সেবা যত্ন করো ! '' রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানিসাগিরা ''

বিষয়: বিবিধ

১২৭৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160320
০৮ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২০
সাইদ লিখেছেন : সুন্দর ঘটনাটা শেয়ার করার জন্য ধন্যবাদ।
160336
০৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:০০
মোঃজুলফিকার আলী লিখেছেন : ঘটনাটা শুনে ও পড়ে অনেক ভাল লেগেছে। ধন্যবাদ।
160370
০৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৫
এক্টিভিষ্ট লিখেছেন : ভালো লাগলো। কোথায় যেন আগে পড়েছি Waiting Waiting Waiting

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File