বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।

লিখেছেন লিখেছেন েনেসাঁ ০৭ জানুয়ারি, ২০১৪, ০৫:০৩:৩৫ বিকাল



কোন এক মহিলার স্বামী ছিল মুনাফেক । সে মহিলার অভ্যাস ছিল প্রতিটি জিনিসের পূর্বে সে "বিসমিল্লাহ" পড়তো, হউক তা কাজ বা কথা ।

একদিন তার স্বামী বলল (মনে মনে চিন্তা করল) , আমি এমন একটি কাজ করব যা দ্বারা আমি তাকে "বিসমিল্লাহ" বলার ক্ষেত্রে লজ্জিত করবো ।

অতএব, তার কাছে একটি থলে দিল এবং তাকে বলল , তুমি এটাকে হেফাজত করে রাখ ।

ঐ মহিলাটি থলেটি কে এক জায়গায় লুকিয়ে রাখলো, সুযোগ বুঝে এক সময় তার স্বামী থলেটি নিয়ে নিল এবং থলেটিকে তার বাড়ির কূপে ফেলে দিল । অতঃপর স্ত্রীর নিকট এসে থলেটি ফেরত চাইল ।

মহিলাটি যথাস্থানে এসে "বিসমিল্লাহ" বলে হাত বাড়িয়ে দিল ।

আল্লাহ তায়ালা হযরত জিবরাঈল (আঃ) তে তৎক্ষণাৎ অবতরণের আদেশ প্রদান করলেন এবং থলেটিকে তার স্থানে পূর্বের ন্যায় রেখে দিতে বললেন । অবশেষে সে তা যেভাবে রেখেছে সে ভাবেই পেল ।

তার স্বামী আশ্চর্যান্বিত হয়ে আল্লাহ তায়ালার কাছে তওবা করে ক্ষমা চাইল ।

কিতাবুল কালয়ুবি ঘটনা নং ১১ পৃষ্ঠা নং ৪৫

সুবাহানাল্লাহ

বিষয়: বিবিধ

২৬২২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159992
০৭ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৯
গেরিলা লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File