‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর কোন শর্ত আছে কী?

লিখেছেন লিখেছেন েনেসাঁ ১২ ডিসেম্বর, ২০১৩, ১২:৩৭:০০ দুপুর



তাওহীদের স্বীকৃতি জ্ঞাপক এই মহান বাণীটির জন্য ৮টি শর্ত রয়েছে।

সে শর্তগুলো হল নিম্নরূপ:

১) ‘লা ইলাহা ইল্লালাহ’ এর অর্থ জেনে-বুঝে স্বীকৃতি দেয়া।

এর অর্থ বা তাৎপর্য না বুঝে পাঠ করলে কোন লাভ হবে না।

২) দৃঢ় বিশ্বাসের সাথে স্বীকৃতি দেয়া।

এতে কোন সন্দেহ ও অস্পষ্টতা রাখা যাবে না।

৩) নির্ভেজাল মনে স্বীকৃতি দেয়া। শিরকী ধ্যান-ধারণা

নিয়ে পাঠ করলে কোন লাভ নেই।

৪) সত্য মনে করে স্বীকৃতি দেয়া। কপটতা থেকে মুক্ত থাকা অপরিহার্য।

৫) ভালবাসা সহকারে স্বীকৃতি দেয়া। মনের মধ্যে ঘৃণা বা ক্রোধ জমা

রেখে স্বীকৃতি দিলে কোন উপকার হবে না।

৬) পূর্ণ আনুগত্যের মন-মানসিকতা নিয়ে স্বীকৃতি দেয়া।

পরিত্যাগ করার বা অমান্য করার মানসিকতা অবশ্যই পরিত্যাজ্য।

৭) মনেপ্রাণে নিঃশর্ত ভাবে গ্রহণ করা। এ বিষয়ে কোন প্রতিবাদ করা

বা প্রশ্ন তোলা থেকে বিরত থাকা আবশ্যক।

৮) আল্লাহ ছাড়া অন্য যত কিছুর ইবাদত করা হচ্ছে সব অস্বীকার করা।

বিষয়: বিবিধ

২১৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File