মক্কা মসজিদে দাঙ্গা বাধাতে গিয়ে ধরা পড়ল ‘বিজয় কুমার’

লিখেছেন লিখেছেন েনেসাঁ ০৮ ডিসেম্বর, ২০১৩, ১০:৪৯:৫২ সকাল



দক্ষিণ ভারতে মুসলমানদের মধ্যে ঘরোয়া বিরোধ বা দাঙ্গা বাধানোর চেষ্টার সময় হাতেনাতে ধরা পড়েছে এক অমুসলিম যুবক।

বিজয় কুমার নামের ওই অমুসলিম যুবক ও তার একদল সঙ্গী গতকাল (শুক্রবার) জুমার নামাজের পর হায়দ্রাবাদের মক্কা মসজিদের মুসল্লিদের নানা অংশের মধ্যে ঢুকে এমনভাবে পাথর ছুঁড়তে থাকে যাতে হঠাত করে কারো কাছে এটাই মনে হত যে প্রতিদ্বন্দ্বী মুসলমানরাই পরস্পরের প্রতি পাথর ছুঁড়ছে।

কিন্তু মুসল্লিরা গৌলিপুরার যুবক বিজয় কুমারকে হাতেনাতে সনাক্ত করে তাকে পুলিশের কাছে সোপর্দ করে। বিজয়কুমার ও তার সঙ্গীরা ইসলামী প্রতীক খচিত কালো শোকের পোশাক এবং লকেট পরা ছিল। তারা জুমার নামাজ শুরু হওয়ার আগেই মসজিদে ঢুকতে সক্ষম হয়েছিল।

উল্লেখ্য, গতকাল ছিল ভারতের অযোধ্যায় উগ্র হিন্দুত্ববাদীদের হাতে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ২১ তম বার্ষিকী।Click this link

বিষয়: বিবিধ

১০৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File