পানাহারের সঠিক নিয়ম ও দো'য়ায়ে মাসনূনঃ
লিখেছেন লিখেছেন েনেসাঁ ০৮ ডিসেম্বর, ২০১৩, ০৩:৫১:৩৮ দুপুর
খাবার খাওয়ার জন্য বসার একটি সুন্নত হচ্ছে, ডান হাঁটু দাঁড়া করে বাম পা বিছায়ে ওঠার উপর বসা।বসার আরেকটা সুন্নত, হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (দঃ) কে খেজুর খেতে দেখেছি এবং হুজুর (দঃ) মাটির সাথে লেগে এমনভাবে বসেছিলেন হাঁটুদ্বয় দাঁড় করানো ছিল।
(সহীহ মুসলিম)
ডান হাতে পানাহার করা, ডান হাতে কোন কিছু দেয়া বা নেয়া সুন্নত,
হযরত ইবনে ওমর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (দঃ) ইরশাদ করেছেন, যখন কেউ খাবার খায়, তখন যেন ডান হাতে খায়, এবং পানি পান করলে যেন ডান হাতে পান করে।
(সহীহ মুসলিম)
খাওয়ার শুরুর পূর্বের দো'য়া,
"বিসমিল্লাহির রাহমানির রাহীম"
অথবা "বিসমিল্লাহে ওয়া আ'লা বারক্বাতিল্লাহ"
কেউ ভুলে পড়ে না থাকলে, মনে হওয়ার সময় এই দো'য়া,
"বিসমিল্লাহে আঊয়ালাহু ওয়া আখেরাহু"
খাওয়ার পর খরকুটা দ্বারা দাঁত খিলাল করা সুন্নত,
আর সর্বশেষে এই দো'য়া পড়বেন,
"আলহামদু লিল্লাহিল লায আত্ব'আমানা ওয়া সাক্বানা ওয়া জায়ালনা মিনাল মুসলেমিন" ।(ইবনে হাসীন)
খাওয়ার পর এই দো'য়াটিও বর্ণিত আছে,
"আল্লাহুম্মা বারিক লানা ফিহে ওয়া আত্ব'য়িমনা খাইরাম মিনহু"
(ইবনে মাজাহ)
যদি অন্য কেউ খাওয়ায় অথবা কোথাও দাওয়াত খেতে যান, তখন এই দো'য়াটি ও পড়বেন,"আল্লাহুম্মা আত্ব'য়িম মান আত্ব'আমানি ওয়াসক্বি মান সাক্বানি" (সহীহ মুসলিম)
বিষয়: বিবিধ
১১৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন