পুলিশের গতিরোধের অভিনব অস্ত্র ‘ট্রাইপড’!
লিখেছেন লিখেছেন েনেসাঁ ৩০ নভেম্বর, ২০১৩, ০১:৫৮:৫৯ দুপুর
পুলিশের গতিরোধের অভিনব অস্ত্র ‘ট্রাইপড’!
সামান্য পেরেকের তৈরি ক্ষুদ্র এই অস্ত্রে নাস্তানাবুদ সরকারী বাহিনী!
মাগুরায় গণপ্রতিরোধকারীদের অভিনব অস্ত্রের শিকার হয়েছে পুলিশ। বড় পেরেক ও লোহার চোখা টুকরো দিয়ে তৈরি ত্রিকোণ বা ‘ট্রাইপড’ রাস্তায় ফেলে রাখার ফলে চাকা পাংচার হয়ে বিকল হয়ে গিয়েছে কর্মসূচী দমনে নিয়োজিত পুলিশের গাড়ি। কর্মসূচীর সময়ে পুলিশের আগমনপথে ‘ট্রাইপড’ ফেলে রাখায় অ্যাকশানে আসা মাত্র আক্রান্ত হয় পুলিশের সব গাড়ি। অভিনব এই কৌশলের সাফল্যের খবর ছড়িয়ে পড়ায় জেলায় জেলায় আন্দোলনকারীরা সামনের দিনে ব্যবহারের জন্য ‘ট্রাইপড’ তৈরি করছেন। গণপ্রতিরোধের অভিনব এই অস্ত্রে নিরাপত্তাহীনতা ও দুশ্চিন্তা বিরাজ করছে পুলিশ মহলে।Click this link
বিষয়: বিবিধ
১১৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন