বাবা বাংলাদেশ এত ছোট কেন ? আর বড় করা যায় না ?
লিখেছেন লিখেছেন েনেসাঁ ২৮ নভেম্বর, ২০১৩, ০৪:৪২:০৫ বিকাল
মাত্র আট বছরের ছেলে জয়, তার বাবা অরুনের সঙ্গে কক্সবাজার বেড়াতে গেছে গ্রীষ্মের ছুটিতে। অবশ্য গত বছর এ সময়ে গিয়েছিল ইন্ডিয়াতে। তখন তাদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে ট্রেনে লেগেছিল দুই দিন দুই রাত। কিন্তু আজ ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যেতে তাদের লাগল মাত্র ০৮ ঘন্টা। তাই জয় তার বাবাকে প্রশ্ন করে বসল, “বাবা বাংলাদেশ এত ছোট কেন ? ”। বাবা বলল, আমরা এক সময় ভারতবর্ষের অর্ন্তভুক্ত ছিলাম, জিন্না সাহেবদের কারনে তা ছোট হয়েছিল। ছেলে বলল,“ বাংলাদেশকে আর বড় করা যায় না ? ”। উত্তরে বাবা বলল, তার প্রথম কাজ শেষ হয়েছে, দাদা বাবুরা চেষ্টা করছে হয়ত আর কিছুদিন পরে তা হয়ে যাবে। তখন ইন্ডিয়াতে যেতে আর ভিসা লাগবে না, বাংলাদেশ অনেক বড় হয়ে যাবে। ছেলে বলল, বাবা তখন অনেক মজা হবে তাই না। আমার ঠাম্মা, পিসিদের সাথে দেখা করতে ভারতে যেতে আর বাধা থাকবে না। ছেলেটি বলল, বাবা আমার যে স্বপ্ন ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের হয়ে খেলা করার। বাবা বলল, তুই যদি ভাল খেলতে পারিস তখন তুই ধোনী, কোহলী দের একজন হয়ে খেলতে পারবি। বাবা তখন তো আমি আর বাংলাদেশের খেলোয়াড় হতে পারব না ? বাবা বলল, খেলতে পারলেই হলো, দেশের নামে কি আসে যায়।
বিষয়: সাহিত্য
১১৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন