বৈশ্বিক উষ্ণতায়নে মানুষ খাটো হয়ে যেতে পারে!
লিখেছেন লিখেছেন েনেসাঁ ২২ নভেম্বর, ২০১৩, ০৩:৩৬:৫০ দুপুর
গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতায়নের কারনে বিশ্ব আজ মহা বিপর্যয়ের মুখোমুখি। আর এ কারণে মানুষ ক্রমান্বয়ে খাটো হতে পারে।
তেমনি গ্লোবাল ওয়ার্মিং মানুষকে খাটো করে দিতে পারে গবেষকদের এমন তথ্য অনেককে ভাবিয়ে তুলেছে।
সম্প্রতি এক গবেষনায় গবেষকরা জানান, গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতায়নের এর কারণে মানুষের আকৃতিও ছোট হয়ে যাবে। ফ্লোরিডা ইউনিভার্সিটির এরকম একটি দাবির পর মিশিগান ইউনিভার্সিটির গবেষকরা বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন এবং স্তন্যপায়ী প্রণীদের উচ্চতা হ্রাসের সঙ্গে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সম্পর্ক পাওয়া গিয়েছে। সেই প্রেক্ষিতেই গবেষকরা জানান, উষ্ণতার টাইম পিরিয়ড 'Paleocene-Eocene Thermal Maximum (PETM)' সময়ে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ঘোড়া এবং হরিণদের উচ্চতা হ্রাস পেয়েছে। ১৬০,০০০ বছর যাবত টিকে ছিলো চঊঞগ পিরিয়ড এবং এইসময়ে বৈশ্বিক উষ্ণতা বেড়েছিলো ৯ ডিগ্রী থেকে ১৪ ডিগ্রী পর্যন্ত। তবে, গবেষকরা এটাও বিশ্বাস করেন অতিরিক্ত উষ্ণতার কারণে উচ্চতা হ্রাসের বিষয়টি স্বাভাবিক বিবর্তনঘটিত পরিবর্তন।
ইউনিভার্সিটি অফ মিশিগানের Paleontologist Philip Gingerich এবং ইউনিভার্সিটি অফ হ্যামিস্ফিয়ার, কলোরাডো কলেজ, ক্যালিফোর্নিয়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তার টিম সদস্যরা প্রমাণ পেয়েছেন যে স্তন্যপায়ীদের এই আকারে ছোট হয়ে যাওয়ার ঘটনা যাকে বলা হয় ‘dwarfing’ ৫৩ মিলিয়ন বছর আগে সংঘটিত হয়। এই ঘটনা PETM পিরিয়ডের ২ মিলিয়ন বছর পরে সংঘটিত হয় যে টাইম পিরিয়ড Eocene Thermal Maximum 2 (ETM2) নামে পরিচিত এটি অপেক্ষাকৃত ছোট এবং অন্য একটি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির টাইম পিরিয়ড যা টিকেছিলো ৮০০০০ থেকে ১০০০০০০ বছর এবং সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিলো ৫ ডিগ্রী ফারেনহাইট পর্যন্ত।
গবেষকরা প্রাণীদের ফসিলস পরীক্ষা করে জেনেছেন যে ETM2 সময়ে আকৃতি হ্রাসের হার চঊঞগ টাইম পিরিয়ডে আকৃতি হ্রাসের চেয়ে অনেক কম। হিরাকোথেরিয়াম নামের কুকুরের সমান আকৃতির এক ধরনের ঘোড়া প্রজাতির প্রাণীদের ফসিল পরীক্ষা করে দেখা গেছে ETM2 টাইম পিরিয়ডে এদের উচ্চতা শতকরা ১৯ ভাগ কমেছে যেখানে PETM টাইম পিরিয়ডে একই প্রজাতির প্রাণীর উচ্চতা কমেছে শতকরা ৩০ ভাগ।
এসব গবেষণা থেকে এইটা স্পষ্ট হয়ে গেছে, যে যে সময়ে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বেশি সেই সময়ে স্তণ্যপ্রায়ী প্রাণীদের উচ্চতা হ্রাসও পেয়েছে বেশি এবং এই সূত্র ধরেই গবেষকরা মানুষের উচ্চতা হ্রাসের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। পৃথিবী ও পরিবেশ বিজ্ঞানের প্রফেসর dmi Philip Gingerich এর মতে দুইটা টাইম পিরিয়ডের সময়ে স্তন্যপ্রায়ী প্রাণীদের শরীরের যে আকার হ্রাস পেয়েছে তার কারণ এবং প্রভাব বিশ্লেষণ করে যে ধারণা দেয়া হয়েছে তা গবেষকদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। অর্থ্যাৎ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে মানুষ তথা স্তন্যপায়ী প্রাণীদের আকার হ্রাস করছে এটা নিশ্চিত বলা যায়।
উল্লেখ্য, নভেম্বরের এক তারিখে অনুষ্ঠিত The Society of Vertebrate Paleontology এর বাৎসরিক সভায় গবেষকরা তাদের এই গবেষণালব্ধ ফলাফল প্রকাশ করেন।
তথ্যসূত্র : দ্য টেক জার্নাল
বিষয়: বিবিধ
৯৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন