ওরা করে মানুষের বিচার, অগো বিচার করবো কে?
লিখেছেন লিখেছেন েনেসাঁ ০৯ নভেম্বর, ২০১৩, ০৫:১০:১৪ বিকাল
দ্রুত গতিতে ধেয়ে আসা মালভর্তি একটি ট্রাকের সামনে দাঁড়িয়ে গতিরোধ করেন ট্রাফিক আমিরুল। ট্রাকটি থামতে না থামতেই চালক ইমরানের সঙ্গে কিছুটা চুপিসরে কথা হয় তার। হাত দিয়ে ইশারা দিলেই পকেট থেকে দুটি একশ টাকার নোট বের করে দেন ইমরান। এরপর ছাড়া। আবার দ্রুত গতিতে ‘পলায়ন’ ট্রাকটির।
কিছু সময় পর একই পথ দিয়ে ধেয়ে আসা পিকআপ ভ্যানের (নম্বর-১৪১০০৯) সামনে দাঁড়ান সেই ট্রাফিক। ধমক দিয়ে বলেন, ‘দে বেটা কিছু দে।’ একটা পঞ্চাশ টাকার নোট দিয়েই চরম আকুতির সুর চালকের, ‘স্যার আর নেই। পথে পথে অনেককে দিতে হয়েছে। আজকের জন্য ছাড়েন’। পরোক্ষণেই মুচকি হেসে ভ্যানটির মাঝে আলতো দুটো টোকা দিয়ে ট্রাফিক বললেন, ‘যাহ বেটা দ্রুত পালা’।
টাকা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর দুই সহকারী পুলিশ সদস্য কামাল ও হাবিবরে কাছে আসেন আমিরুল।
স্যার কতো পাইলেন? কামাল ও হাবিবের এমন প্রশ্নের জবাবে হতাশার সুরে আমিরুল বলেন, ‘সালারা কি টাকা দিলো, নাস্তার পয়সা হইলো না। দেখি আর দুটো ট্রাক পাই কি না।’
আমিরুলের এমন আকাঙক্ষার জবাবে কামাল-হবিব বলেন, ‘স্যার সকাল সকাল কিছু না তুলতে পারলে বেলা বাড়ার পর সারাদিন আর পারবেন না। যত দ্রুত পারেন দুয়েকটি ধরেন।’
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর পল্টনের ট্রাফিক বক্সের সামনে এভাবেই ট্রাক ও ভ্যান চালকদের কাছ থেকে চাঁদা আদায় করতে দেখা গেছে ট্রাফিক পুলিশের সদস্য আমিরুলকে।
কিছুদূর দৌড়ে জাতীয় প্রেসক্লাবের সামনেই কথা হয় আমিরুলের চাঁদাবাজির শিকার হওয়া ট্রাক চালক ইমরানের সঙ্গে। তিনি বলেন, ‘ওরা তো ফকির! তারা পুলিশের পোশাক পরে ফকিরদেরও মানইজ্জত ডুবাইছে। ওরা করে মানুষের বিচার, অগো বিচার করবো কে?’
দীর্ঘক্ষণ ধরে রাস্তার ডিভাইডারের ওপর দাঁড়িয়ে থেকে তাদের কার্মকাণ্ডের প্রতি একান্ত দৃষ্টি রাখা এ প্রতিবেদকের কাছে ছুটে আসেন ট্রাফিক সদস্য কামাল। জানতে চান তার পরিচয়। সংবাদকর্মী পরিচয় জানতে পেরে মিষ্টি হেসে বলেন, ‘ভাই এটা না হলে কি আর পরিবার চলে? কয় টাকা আর বেতন পাই। আসেন নাস্তা করি।’
তার আমন্ত্রণের প্রতি প্রতিবেদকের অনিহা দেখে তিনি বলেন, ‘ভাই ক্ষতি করবেন না। আমরা ছোটখাট চাকরি করি। বড় বড় কর্মকর্তারা আরও বেশি অনিয়ম করেন।’
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত আমিরুল কোনো মন্তব্য না করেই কাজের ব্যস্ততা দেখিয়ে সচিবালয়ের পাশ দিয়ে অন্যদিকে চলে যান।
উৎসঃ বাংলামেইল২৪
বিষয়: বিবিধ
১০৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন