আসলেও মানুষের কোনো কিছুতেই মালিকানা নেই। আসমান-জমিনে যা কিছু আছে সবই আমাদের সৃষ্টিকর্তার।

লিখেছেন লিখেছেন েনেসাঁ ০২ মার্চ, ২০১৪, ১১:২৯:০২ সকাল



“তোমরা তোমাদের হাতকে গ্রিবার সঙ্গে বেঁধে রেখো না” এটা হলো আমাদের মহান ধর্মগ্রন্থ আল কোরআনের একটি আয়াতের বঙ্গানুবাদ। এই আয়াতের মাধ্যমে আমাদের সৃষ্টিকর্তা আমাদের এই নির্দেশ দিচ্ছেন যে, আমরা যাতে কৃপণ না হই। আমরা যাতে দানশীল হই। অন্যত্র আছে, তোমরা দান করলে তোমাদের সম্পদ শুধুই বৃদ্ধি পাবে। আর কৃপণদের সম্পর্কে বলা হয়েছে, এদের কাছে দয়াময়ের অনেক বড় ভা-ারও যদি দিয়ে দেয়া হতো তাহলেও এরা দরিদ্র হয়ে যাবে এই ভয়ে সম্ভবত গরিবদের কিছু দিত না, এরা শুধু সম্পদ জমা করত, আর গুনত। এই ধরনের লোকদের আল্লাহপাক লানত তথা ধিক্কার দিয়েছেন। হ্যাঁ, সমাজের বিভিন্ন লোকের বিভিন্ন অবস্থান থাকবে এবং এটা বিধির বিধান। কিন্তু সামনে চলতে গিয়ে বিভিন্ন কারণে যারা পিছিয়ে পড়ছে, তাদের অবশ্যই সহযোগিতা করতে হবে উপরে ওঠার জন্য। শুধু ধনসম্পদ জোগাড় ও জমা করার মধ্যে কোনো সাফল্য নেই, বরং সাফল্য আছে হালাল রুজির মধ্যে, হালাল রুজি থেকে অন্য পিছিয়ে পড়া লোকদের সাহায্য করার মধ্যে। আসলেও মানুষের কোনো কিছুতেই মালিকানা নেই। আসমান-জমিনে যা কিছু আছে সবই আমাদের সৃষ্টিকর্তার। আর এটাই যদি আমরা বিশ্বাস করি, তাহলে ধনী-গরিবের পার্থক্যটুকু অতি ক্ষীণ। যে অপেক্ষাকৃত ধনী বলে নিজেকে মনে করছে তাকে ভাবতে হবে আল্লাহ তাকে বেশি সম্পদ দিয়েছে। এ সম্পদের মালিক সে নয়।

বিষয়: বিবিধ

৯৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File