প্রাকৃতিক উপায়ে সাদা দাঁত
লিখেছেন লিখেছেন েনেসাঁ ২২ মে, ২০১৪, ০৭:০৬:৩৭ সন্ধ্যা
সাদা ঝকঝকে দাঁত কেনা চায়।সুন্দর হাসি আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে।আর সুন্দর হাসির জন্য চাই সাদা দাঁত। দাত পরিস্কার করার জন্য আমরা কত কিছুই না করি।ডেন্টিস্টের কাছে না গিয়েও আপনি সুন্দর ঝকঝকে দাঁত পেতে পারেন। কিভাবে?বলছি।
বেকিং সোডা: বেকিং সোডাকে ন্যাচারাল ক্লিনজার বলা হয়। প্রতিদিন একটু খানি বেকিং সোডা নিয়ে দাঁত ব্রাশ করুন। দেখবেন নিমিষেই মুক্তোর মত হেসে উঠবে আপনার দাঁত।
পারঅক্সাইড: পারঅক্সাইড সাধারণ জীবানুমুক্ত করার জন্য ব্যবহার করা হয়।দাঁতের রঙ বিবর্ণ হওয়ার অন্যতম কারণ খাদ্যকণা ও জীবানু। চাই খাবারের কালশিটে দাগ ও জীবানুমুক্ত করার জন্য দাঁত ব্রাশ করার পর পারঅক্সাইড দিয়ে কুলিকুচি করুন। দেখবেন ঝকঝকে হয়ে উঠছে আপনার দাঁত।
সেলেরি: সেলেরির বেশির ভাগ উপাদানই পানি।প্রতিদিন খানিকটা সেলেরি মুখে নিয়ে চুষুন।দেখবেন দাঁতের মধ্যকার খাদ্যকণা দূর হওয়ার পাশাপাশি আপনার দাঁত হয়ে উঠবে পরিস্কার।
অ্যাপেল সিডার ভিনেগার: কিছুটা ভিনেগার নিয়ে কুলিকুচি করুন। কিংবা ব্রাশে নিয়ে দাঁত মাজুন। দেখবেন রূপার ঝিলিক দেবে আপনার দাঁতে।
বিষয়: বিবিধ
১১৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন