দশজন দাস মুক্ত করার সমান সওয়াব ও অনেক বড় ফযীলতের একটা দুয়াঃ
লিখেছেন লিখেছেন েনেসাঁ ০৬ এপ্রিল, ২০১৪, ১১:১০:১৭ সকাল
এই দুয়াটি মাগরিবের ফরয নামায পড়ার পর ১০ বার করে পড়লেঃ
১. আল্লাহ তাআ’লা ঐ ব্যক্তির জন্য সশস্ত্র ফেরেশতাদের দল পাঠাবেন যারা তাকে সকাল পর্যন্ত যেকোণ ক্ষতি হতে পাহারা দিয়ে রাখবেন।
২. তার জন্য ১০টি নেকী লিখে দেওয়া হবে।
৩. তার আমলনামা থেকে ১০টি ধ্বংসাত্মক গুনাহ মুছে দেওয়া হবে।
৪. ১০ জন ঈমানদার গোলাম মুক্ত করার সমান সওয়াব তাকে দেওয়া হবে।
সুনানে তিরমিযীঃ ৩৫৩৪, হাদীসটি হাসান সহীহ, দারুস সালাম তাহকীক।
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
উচ্চারণঃ লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহু, লা শারীকালাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হা’মদু, ইয়ুহ্য়ী ওয়াইয়ূমীতু, ওয়াহুয়া আ’লা কুল্লি শাই’ইন ক্বাদীর।
অর্থঃ একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য মাবূদ নেই, তাঁর কোনো শরীক নেই, রাজত্ব তারই এবং সমস্ত প্রশংসা তাঁর। তিনিই জীবন দান করেন এবং তিনিই মৃত্যু দান করেন। আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।
বিঃদ্রঃ এই ফযীলত পাওয়ার জন্য যদি কোনো অসুবিধা যদি না থাকে তাহলে মাগরিবের ফরয নামায পড়ে জায়নামাযে বসেই পড়তে হবে, সুন্নতের পরেনা। দুয়াটা ফজরের নামাযের পরেও পড়বেন ১০ বার। আর লক্ষ্য করুন দুয়াটাতে অতিরিক্ত “ইয়ুহ্য়ী ওয়াইয়ূমীতু” – এই কথাটা অতিরিক্ত আছে এটাসহ পড়তে হবে।
বিষয়: বিবিধ
১২৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন