ব্রিটিশ সেনা এখন হিজাব পরা মুসলিম নারী!

লিখেছেন লিখেছেন েনেসাঁ ০৮ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:৫২:১০ সকাল



পৃথিবীতে জন্মেছেন ছেলে হয়ে। নামও রাখা হয়েছে ছেলের। জীবনের প্রায় ২৫ বছর কাটিয়েছেন ছেলে পরিচয়ে। মেধাবুদ্ধিতেও অনেক পরিপূর্ণ। পুরুষ সেনা হিসাবে কাজ করেছেন ব্রিটিশ টেরিটোরিয়াল আর্মিতে। ইতোমধ্যে তার জীবনে ঘটেছে বিস্ময়কর পরিবর্তন। ছেলে সেনা হয়ে গেছেন এক পরিপূর্ণ নারী।

এরপরই বদলে গেছে ব্রিটিশ এই তরুণ সেনা সদস্য লরেন্সের জীবন। ইতোমধ্যে ছেড়ে দিয়েছেন চাকরি। এখন তিনি আপাদমস্তক হিজাব পরিহিত একজন মুসলিম নারী। পরিচয় লুসি ভ্যালেন্ডার নামে। মুরাদ নামে এক মুসলিম যুবকের দ্বিতীয় স্ত্রী হিসাবে সংসারও করছেন।

ব্রিটিশ গণমাধ্যমে বেশ ফলাও করে প্রকাশ পেয়েছে লুচি’র জীবনের আমুল পরিবর্তনের কথা। বর্তমানে ২৮ বছর বয়সী লুসি ভ্যালেন্ডারের ছোটবেলা ছিল অন্যসব ছেলে সহপাঠীদের মত।

বয়স যখন ১৪ তখন লুচি অনুভব করেন তার শারীরিক গঠন এবং অনুভূতি ছেলেদের মতো না। তারপরও তিনি চেষ্টা করেছেন ছেলেদের মতো থাকতে। তিনি ভাবতেন মেয়ে হয়ে জন্মালেই ঠিক হত। তারপরও অন্য বন্ধুদের সাথে ক্লাবে যাওয়া, পার্টিতে অংশ নেয়া,চুটিয়ে আড্ডা মারা এবং মদ্যপান তাল মিলিয়ে করেই গেছেন। বন্ধুত্ব করেছেন মেয়েদের সঙ্গে। অনেকের সাথে মনের মিলও হয়েছিল বেশ কয়েকবার। কিন্তু সেসব সম্পর্ক টেকসই হয়নি। নিজেই কেটে পড়েছেন কৌশলে।

তবে লুসি চেষ্টা করেছেন তার পুরুষত্ব পরিচয়টি টিকিয়ে রাখতে। সর্বশেষ নিজের পুরুষ পরিচয় ধরে রাখতে ২০১০ সালে যোগ দেন ব্রিটিশ টেরিটোরিয়াল আর্মিতে। কিন্তু শেষ পর্যন্ত মনের থেকে তিনি তার পুরুষ পরিচয়কে আর মানতে পারলেন না। বছরখানেক পর আর্মির চাকরি ছেড়ে দিয়ে তিনি তার লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নেন। লোকচক্ষুর আড়ালে ২০১১ সালে সার্জারির মাধ্যমে তার লিঙ্গ পরিবর্তন করান।

কিন্তু এভাবে কত দিন! লিঙ্গ পরিবর্তনের পর নি:সঙ্গতায় ভুগছিলেন তিনি। এবার খোজ শুরু করলেন একজন মনের মানুষের। এজন্য তার বেশী সময় লাগেনি। অনলাইনেই পেয়ে গেলেন জীবনসঙ্গী। পরিচয় হয় মুসলিম যুবক মাসুদের সঙ্গে। কথা হয় বেশ কিছুদিন। লুসি তার কাছ থেকেই ইসলাম সম্পর্কে জানেন। মন দেয়া নেয়া হয় তাদের দু’জনের। ২০১২ সালের সেপ্টেম্বরে তিনি ইসলাম গ্রহণ করেন। এরপরই মাসুদ লুসিকে তার দ্বিতীয় স্ত্রী হিসাবে গ্রহণ করেন।

ব্রিটেনের গণমাধ্যম দাবি করেছে, এমন ঘটনা ব্রিটেনে এই প্রথম। লুসি তার প্রতিক্রিয়ায় বলেন, একজন নারী হিসাবে তিনি জীবনটাকে বেশ উপভোগ করছেন।

বিষয়: বিবিধ

১১৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File