প্লেনে বসে এক নাস্তিকের সাথে এক ছোট মেয়ের কথোপকথন।

লিখেছেন লিখেছেন েনেসাঁ ০৫ সেপ্টেম্বর, ২০১৩, ০১:১৭:৩৮ দুপুর

প্লেনে বসে এক নাস্তিকের সাথে এক ছোট মেয়ের কথোপকথন। নাস্তিক এসে মেয়েটির পাশে এসে বসলো আর বললো,“ আমি তোমার সাথে কথা বলে সময় পার করতে চাই।” মেয়ে বললো,“ কি ব্যপারে কথা বলব?” নাস্তিকটা চিন্তা করে বললো, “আল্লাহ নেই, কোন জান্নাত-জাহান্নাম নেই, মরণের পর কোন জীবন নেই এসব ব্যপারে কথা বললে কেমন হয় ?” মেয়েটি বললো,“ হ্যা এসব ব্যপারে কথা বলা যায়, কিন্তু তার আগে তোমাকে কিছু প্রশ্ন করতে চাই।” মেয়েটি জিজ্ঞাসা করলো,“ যে-ঘোড়া,গরু এবং হরিণ একি জিনিসই খায় সেটা হলো ঘাস। কিন্তু তার পরও হরিণের গু/পায়খানা হয় ক্ষুদ্র বড়ির মতো, যেখানে গরুর গু হয় প্যটিসের মতো আর ঘোড়ার গু হয় ঝাড় আকৃতির মতো। তুমি কি আমাকে বলতে পারবা এমন কেনো হয় ?” নাস্তিকটা মেয়েটির মেধা দেখে অবাক হয়ে গেলো এবং বললো "হুম আমার কোন জ্ঞান নাই এই ব্যপারে"। মেয়েটি জবাবে বললো,“ তোমার যেখানে গু এর ব্যপারে কথা বলারই যোগ্যতা নেই, তুমি সেখানে নিজেকে আল্লাহর ব্যপারে কথা বলার জন্য যোগ্য মনে করো কিভাবে ?

***জানার আছে অনেক কিছু যদি মানুষ হও। মানুষের জানার যেখানে শেষ, সৃষ্টিকর্তার জ্ঞান সেখান থেকে শুরু ও তার থেকে অনেক বড়, অসীম

বিষয়: বিবিধ

১৬৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File