মানুষ ফিরে যাচ্ছে আবার আদিম যুগে, ২৬ আগষ্ট পালিত হচ্ছে বস্ত্রবিহীন দিবস
লিখেছেন লিখেছেন েনেসাঁ ২৬ আগস্ট, ২০১৩, ০৩:৫৪:৩১ দুপুর
নারী পুরুষের বৈষম্য রোধে আজ ২৬ আগস্ট আমেরিকার নিউইয়র্কে পালিত হল বস্ত্রবিহীন দিবস। খবর ডেইলি মেইলের
নারী পুরুষের মধ্যে বৈষম্য মানতে নারাজ তারা। আর এজন্যই প্রতি বছরের আগস্ট মাসের ২৬ তারিখে তারা পালন করে বস্ত্রবিহীন একটি দিবস। ছেলেদের সঙ্গে তাল মিলিয়ে এদিন মেয়েরাও গায়ে কোন শার্ট কিংবা টপ পরেনা। তবে প্যান্ট থাকে তাদের পরনে। আমেরিকান সময় রোববার নিউইয়র্কের বিখ্যাত পাবলিক স্কয়ারে টপলেস ডে পালন করতে অনেক নারী পুরুষই জামা না পরে উপস্থিত হন।
বিভিন্ন লেখা সমৃদ্ধ প্লাকার্ড নিয়ে আইনকে উপেক্ষা করে শরীরের উপরের অংশে কাপড় না পরে নিউইয়র্কের নারী পুরুষ সেদিন উপস্থিত হন টাইমস স্কয়ারে।
ডেইলি মেইল জানায় ২০০৭ সালে সাংবাদিক রয়েল প্রথম টপলেস ডের ধারনা দেন। এরপর থেকে নিয়মিতভাবেই পালিত হয়ে আসছে এ দিনটি।
নিউইয়র্কের পাশাপাশি ওহিও, কলরাডো ও টেক্সাসে একযোগে পালিত হচ্ছে এ দিবসটি।
তবে কানসাস ও আরিজোনা অঙ্গরাজ্যে এখনও স্বীকৃতি পায়নি বস্ত্রবিহীন এ দিনটি।
বিষয়: বিবিধ
২৯৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন