আমার নিজের কাজে জনগণের আমানত থেকে আমি কিছু খরচ করতে পারি না । তাহলে আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে ।
লিখেছেন লিখেছেন েনেসাঁ ১২ মার্চ, ২০১৪, ০৬:১৩:০৫ সন্ধ্যা
মোমের আলোয় কাজ করছিলেন খলিফা উমর
রাযিআল্লাহু আনহু । এমন সময় সেখানে আসলেন
তার দুই আত্মীয় । খলিফা তাড়াতাড়ি ফুঁ
দিয়ে মোমবাতিটি নিভিয়ে দিলেন । অন্য
আরেকটি মোমবাতি ধরিয়ে অতিথিদের
বসতে দিয়ে তাদের খোজখবর নিলেন । কৌতুহল চাপতে না পেরে একজন
জানতে চাইলেন , আমাদের দেখে কেন
আপনি আগের মোমবাতি নেভালেন আর নতুন
একটি জ্বালালেন ? খলিফা জবাব দিলেন :
আগের মোমবাতি ছিল রাষ্ট্রের
সম্পত্তি থেকে কেনা । তোমরা যেহেতু আমার আত্মীয় , তাই তোমাদের সাথে আমার ব্যক্তিগত
অনেক আলাপ হবে । আমার নিজের
কাজে জনগণের আমানত থেকে আমি কিছু খরচ
করতে পারি না । তাহলে আল্লাহর
দরবারে আমাকে জবাবদিহি করতে হবে । তাই
নিজের টাকায় কেনা মোমবাতিটি তোমাদের দেখে জ্বালালাম । এই জবাবে আত্মীয়রা হতভম্ব হলেন ।
তারা এসেছিলেন আত্মীয়তার খাতিরে বিশেষ
কোন সুবিধা পাওয়া যায় কি না , সেই অনুরোধ
করতে । কিন্ত্ত সামান্য
মোমবাতি নিয়ে খলিফার এত বিবেচনা ও
সতর্কতা দেখে নিজেদের প্রস্তাব জানাতে তারা আর সাহসই করলেন না ।
বিষয়: বিবিধ
৮৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন