ঘুরে দেখি লন্ডন আই .....
লিখেছেন লিখেছেন সিরাজ ইবনে মালিক ১০ মার্চ, ২০১৩, ০৮:২৯:১৬ সকাল
লন্ডন আই .......
একশো পঁয়ত্রিশ মিটার উঁচু পৃথিবীর সর্ববৃহৎ অবর্জাভেশন হুইল। ২০০০ সালে স্থাপিত। প্রতি বছর গড়ে সাড়ে মিলিয়নের বেশি দর্শনার্থীর আগমন ঘটে। রোদেলা দিন, ধীরলয়ে ঘূর্ণায়মান লন্ডন আই'র সর্বোচ্চ স্থানটিতে অবস্থানকালে পঁচিশ মাইল দূরবর্তী স্থান পর্যন্ত দৃষ্টিগোচর হয়। এমনক, ব্রিটেইনের রাণীর গ্রামের বাড়ী উইন্ডসর ক্যাসেলও দেখা যায় লন্ডন আই থেকে। প্রতিবার ঘূর্ণন-কালে একসঙ্গে আটশো ব্যক্তি লন্ডন আইতে উঠতে পারেন। লন্ডন আইয়ের ওজন একুশ হাজার টন।
সময়সূচিঃ সামার (জুন-সেপ্টেম্বর), সকাল ১০টা থেকে রাত ৯টা, উইন্টার (অক্টোবর-মে), সকাল ১০টা থেকে রাত ৮টা। সারা বছর খোলা।
টিকেটঃ প্রাপ্তবয়স্ক ১৫ পাউন, ৫-১৫ বছর সাড়ে ৭ পাউন্ড, ৬০-উর্ধ্ব ১১ পাউন্ড, অনুর্ধ্ব ৫ বছর ফ্রী। অন লাইনে ডিসকাউন্ট পাওয়া যায় । টেলিফৌনে বুকিং (৯ টা-৫টা), ০৮৭০ ৫০০০ ৬০০।
British Airways London Eye, Riverside Building , County Hall , Westminster Bridge Road , London SE1 7PB
যাতায়াতঃ আন্ডারগ্রাউন্ড - ওয়াটার লু, ওয়েস্টমিনিস্টার (এক্সিট ১); বাস - ৭৭, ২১১, ৩৮১ ও আরভি১।
টেলিফোনঃ ০৮৭০ ৯৯০ ৮৮৮৩
ই-মেইলঃ
ওয়েবসাইটঃ http://www.londoneye.com/
নিকটস্থ আকর্ষণঃ ন্যাশনাল থিয়েটার, পার্লামেন্ট ভবন, রয়্যাল ফ্যাস্টিভাল হল ।
অবস্থানঃ British Airways London Eye, Riverside Building , County Hall , Westminster Bridge Road , London SE1 7PB
যাতায়াতঃ আন্ডারগ্রাউন্ড - ওয়াটার লু, ওয়েস্টমিনিস্টার (এক্সিট ১); বাস - ৭৭, ২১১, ৩৮১ ও আরভি১।
টেলিফোনঃ ০৮৭০ ৯৯০ ৮৮৮৩
ই-মেইলঃ
ওয়েবসাইটঃ http://www.londoneye.com/
নিকটস্থ আকর্ষণঃ ন্যাশনাল থিয়েটার, পার্লামেন্ট ভবন, রয়্যাল ফ্যাস্টিভাল হল —
বিষয়: বিবিধ
১২০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন