নারীদের দশটি গুণ

লিখেছেন লিখেছেন মিশেল ওবামা বলছি ১০ মার্চ, ২০১৩, ০৮:২৮:৩৫ সকাল

যে দশটি গুনের উপর নারী পুরুষ সকলের উঠা দরকার সেই গুণ গুলির কথা আল্লাহপাক সূরা আহযাবে বর্ণনা করেছেন। এই আয়াতে আল্লাহপাক নারীজাতির স্হানও বর্ণনা করেছেন। আরবী ভাষার বৈশিষ্ট এই যে, কথা সংখিপ্ত হয় কিন্তু তার মতলব হয় ব্যাপক। কিন্তু আলোচ্য আয়াতে আল্লাহ পাক সংকিপ্ততা পরিহার করে একটু বিস্তারিতভাবেই দশটি গুনের কথা তুলে ধরেছেন। যদি এতটুকু বলে দিতেন ‘ইমান আমল ওয়ালা নারী ও পুরুষ’ তাহলেও কিন্তু কথা পুরা হয়ে যেত। কিন্তু মহিলাদের সম্মান বৃদ্ধির জন্য তাদের সীগাও ব্যাভার করেছেন। আসলে এর পেছনে একটা প্রেক্খাপট আছে। তা হল, একবার কয়েকজন আনসারী মহিলা একত্রিত হয়ে বলাবলি করতে লাগলো যে, কুরানে আল্লাহতায়ালা শুধু পুরুষদের কথাই বলেন, আমাদের কোন কথা বলেন না, এর পর তারা এক প্রতিনিধি দল পাঠালো নবিজীর খেদমতে এই অভিযোগ পেশ করার জন্য। তারা বললো ইয়া রাসুলালল্বলাহ, আমারা ঈমানদার মহিলাদের তরফ থেকে প্রতিনিধি স্বরুপ এসেছি। আল্লাহতায়ালা কুরানে শুধু পুরুষদের কথাই আলোচনা করেন আমাদের কোনো আলোচনাই নেই। প্রতিনিধিদল মজলিস থেকে বিদায় নয়ার আগেই হজরত জিবরাইল আলাইহিসসালাম উপরোক্ত আয়াত নিয়ে হাজির হলেন।

শোন আমার বান্দিরা, যারা-

১। মুসলিমাত (মুসলমান)

২। মু’মিনাত(মু’মিন)

৩। ক্বনিতাত (অল্পে তুস্ট)

৪। সাদিক্বাত (সত্যবাদীনী)

৫। সাবিরাত (ধৈর্যশীল)

৬। খাশিয়া’ত (বিনয়ী)

৭। মুতাসদ্দিক্বাত (দানশীল)

৮। সায়ী’মাত (রোযাদার)

৯। হা’ফিজ্বাত (সতীত্বের হেফাজতকারীনী)

১০। যাকিরাত (আল্লাহপাকের যিকিরকারীনী)

আল্লাহপাক মহিলাদের জন্য উপরোল্লেখিত আলাদা আলাদা দশটি শব্দ নিয়ে এসেছেন। আর পুরুষদের জন্য আলাদা আলাদা দশটি শব্দ। আল্লাহপাক আমাদের সবাইকে দ্বীনের সঠিক পথে চলার তাওফিক দান করুন, আমীন।

বিষয়: বিবিধ

১২১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File