হে নারী! তোমাদের বলছি!
লিখেছেন লিখেছেন রক্তচোষা ১৮ জুলাই, ২০১৩, ০৬:৩২:০৪ সকাল
নারী তুমি অসম্মানিত হও যখন গাড়ির গায়ে অর্ধনগ্ন অবস্থায় তোমাকে লেপটে থাকতে বলা হয়।
যখন ছেলেদের বডি স্প্রের এডে তোমার চরিত্র পতিতার চেয়েও বাজে ভাবে দেখায়।
যখন,হুমায়ন আজাদ বলেন,
গর্ভবতী নারী অনেকটা পশুর মত দেখতে।
যখন চতুর্থ শ্রেনীর মেয়ে ধর্ষনের লজ্জায় আত্নহত্যা করে।
লজ্জিত হও যখন নায়িকারা কিভাবে পুরুষের ভোগ্য পন্য হিসেবে তোমাকে তৈরি করতে শেখায়।
মজার ব্যাপার তুমি এসবে ততটা লজ্জা পাও না যতটা পেয়েছো তেতুল উপাধিতে।
কেন ?
©
বিষয়: বিবিধ
১১৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন