হায়রে মানুষ রঙিন ফানুশ

লিখেছেন লিখেছেন রক্তচোষা ১৬ জুলাই, ২০১৩, ০১:৩৩:২৪ দুপুর



হায়রে মানুষ রঙিন ফানুশ,

দম পুরাইলে ঠুশ !

তবুও তো ভাই কারোরি নাই একটু খানি হুশ।

পূর্ণিমাতে ভাইসা গেছে নীল ধরিয়া,

সোনার ফিনিশ বানাইছিলাম যতন করিয়া!

চ্যাল চ্যেলাইয়া জ্বলে ফিনিশ,

নিইভা গেলে পুশ!।

মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া,

জ্বালাইয়াছে সোনার পিদিম ব্যার্থ হইয়া!

জ্বল মলাইয়া জ্বলে পিদিম,

নিইভা গেলে পুশ।।

বিষয়: বিবিধ

১৮৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File