হারানো দিনের গান : দুয়ারে আইসাছে পালকি নাইয়ুঁরি দাও তুলো!

লিখেছেন লিখেছেন রক্তচোষা ০২ জুলাই, ২০১৩, ১০:২২:৫৪ রাত



দুয়ারে আইসাছে পালকি নাইয়ুঁরি দাও তুলো!

দুয়ারে আইসাছে পালকি নাইয়ুঁরি দাও তুলো,

তুলো,মুখে আল্লাহ রাসূল সবে বলো!

দুই কাধেঁ ছিলযে তোমার দুই জনা পাহারা,

আজ তোমারে একা থুইয়া পালাইছে তাহারা!

আন্দার ঘরে নয় দরজা

বন্দ যে ওই গৌর,

গৌর,মুখে আল্লাহ রাসূল সবে বলো!

দিবিনিশি যেথা জনা দিত কুমন্ত্রনা,

আজ তাহারা কোথায় গেল? বামন কিরে মনা!

ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে,

দ্বিন কি তোমার,মাবুধ কেবা?

তখন কি বলিবে?

আল্লাহ বিনে মাবুধ নাই গো,

জবানে তাই বুলো,

বুলো,মুখে আল্লাহ রাসূল সবে বুলো!

বিষয়: বিবিধ

৩১৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File