দক্ষিণ সমীরন সাথী
লিখেছেন লিখেছেন রক্তচোষা ১৭ জুন, ২০১৩, ১০:০৮:০৭ রাত
দক্ষিণ সমীরন সাথী
কাজী নজরুল ইসলাম
দক্ষিণ সমীরন সাথী;
বাজো বেণুকা,
মধুমাধবী সুরে চৈত্র পূর্ণিমা রাতে,
বাজো বেণুকা।।
বাজো শীর্ণা-স্রোত নদী তীরে,
ঘুম যব নামে বন ঘিরে,
যবে,ঝরে এলোমেলো বায়ে ধীরে,
ফুলরি লুকায়,বাজো বেণুকা।।
মধুমালতীর বেলা-বনে ঘনও নেশা,
স্বপন আনো জাগরণে মদিরা মেশা।
মন যব রহেনা ঘরে বিরহ-লোকে সে বিহরে,
যবে,নিরাশার বালুচরে,
ওড়ে বালুকা,বাজো বেণুকা।।
বিষয়: বিবিধ
১৫৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন