আলগা করগো খোঁপার বাধঁন
লিখেছেন লিখেছেন রক্তচোষা ১৬ জুন, ২০১৩, ১২:০৪:৩৩ দুপুর
আলগা করগো খোঁপার বাধঁন
কাজী নজরুল ইসলাম
আলগা করগো খোঁপার বাধঁন,
দিল ওহি মেরা ফাস গ্যেয়ি।
বিনোদ বেণীর জরীণ ফিতায়,
আন্ধা ইশক মেরা বাছ গ্যেয়ি।।
তোমার কেশের গন্ধ কখন,
লুকায়ে আসিলো লোভী আমার মন।
তোমার কেশের গন্ধ এমন,
লুকিয়ে আসিলো লোভী আমার মন।
বেহুঁশ হোকার গিরপরি হাতো ম্যে,
বাজুবন্দ ম্যে বাছ গ্যেয়ি।।
কানেরও দুলে প্রান রাখিলে বিম্বিয়া,
আখঁফিরা দিয়া চরিকার নিন্দিয়া।
কানেরও দুলে প্রান রাখিলে বিম্বিয়া,
আখঁফিরা দিয়া চরিকার নিন্দিয়া।
দেহের ও দেউড়িতে বেরাতে আসিয়া,
অর নেহি ও ওয়াপাস গ্যেয়ি।।
Download
Audioww.youtubemp3pro.com/#LuWCrG-1idk
Videottp://en.savefrom.net/#LuWCrG-1idk
বিষয়: বিবিধ
১৪০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন