ভাঙ্গুক তবু যেন মচকায় না

লিখেছেন লিখেছেন এ বি এম মুহিউদ্দীন ২৪ মে, ২০১৩, ০৮:৫২:৪৭ রাত



মিডিয়ায় কাজ করাটা কঠিন। বিশেষ করে তাদের জন্য, যারা পর্দা শিল্পী -উপস্থাপক বা মডেল হিসেবে কাজ করেন। তাদেরকে প্রডুসারের নির্দেশনা মেনে তবেই পর্দার সামনে বসতে হয়। ঠিক সেভাবেই নিজেকে সাজিয়ে বসতে হয়, যেভাবে চ্যানেল নির্দেশ করে। এজন্য আমরা দেখতে পাই, বিভিন্ন চ্যানেলের উপস্থাপকদের কস্টিউম অভিন্ন হলেও উপস্থাপিকাদের কস্টিউম এক নয়।

দু’একটি চ্যানেলের বিশেষ কিছু প্রোগ্রামে উপস্থাপিকারা তাদের নিজেদের মত কস্টিউম পরে বসতে পারেন। তবে তাও চ্যানেল কতৃপক্ষ প্রেফার করছে বলে। এটা হিজাবের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। অর্থাৎ- এসব চ্যানেলে হিজাব ছাড়া কোন উপস্থাপিকা এলাউ করা হয় না। যদিও এতে বাধ্যবাধকতা রয়েছে, তথাপি এটি উপস্থাপিকাদের জন্য ইতিবাচক। বিন্তু অন্য বেশিরভাগ চ্যালেনগুলোর উপস্থাপিকাদের কস্টিউমে আমরা বেশ অস্থিরতা প্রত্যক্ষ করি। কোন কোন চ্যনেলে জাতীয় ঐতিহ্যকে জলাঞ্জলি দিয়ে উপস্থাপিকারাও এখন স্যুট পরে বসছেন, বক্ষ উন্মুক্ত রেখে উপস্থাপনা করছেন। আবার কোন কোন চ্যানেলে উপস্থাপিকারা নিজেদের হেয়ার স্টাইলে এতটাই মাদকতা ছড়াচ্ছেন যে, বুঝতেই কষ্ট হয়ে যায় যে, আসলে আমরা কোন দেশে বসবাস করছি। এসব উপস্থাপিকারাও যে প্রডুসারের চাপ সহ্য করে না, তাও নিশ্চিত করে বলা যায় না।

মিডিয়ার মাধ্যমে দেশ-সমাজ-সংস্কৃতি এমনকি ধর্মেরও সেবা করা যায়, আবার সর্বনাশও করা যায়। মিডিয়া ছাড়া অন্য কোন পেশার মধ্য দিয়ে এমন বহুমাত্রিক সেবা প্রদান করার সুযোগ বর্তমানে খুব কমই আছে।

আমরা এমন অনেকের কথা জানি যারা হিজাব ছাড়া পর্দার সামনে বসতে রাজি নন বলে বিভিন্ন চ্যানেলে কাজ করতে পারছেন না বা করছেন না। এক্ষেত্রে তারা ছাড় দিতে রাজি নন। কিন্তু তাদের মত মেধাবিরা যদি পর্দায় আসতেন, তাহলে সত্যি পর্দার চেহারাটাই পাল্টে যেতো।

জনপ্রিয়তার চাইতে সম্মান ও সম্ভ্রম রক্ষা করা বেশী জরুরী –এমনটি যারা মনে করে না তারা মিডিয়ায় এসে সময় এবং কালকে কেবল অস্থির করে তুলতে পারে। মানুষকে কিছু দেবার ক্ষমতা তাদের নেই।

খারাপ লোকদের হাতে মিডিয়া চলে যাওয়া অত্যন্ত ক্ষতিকর। অন্যদিকে মিডিয়ায় খোলামেলা হয়ে বসার মত সস্তা লোকের অভাব হয় না বলেই, কখনো কখনো পর্দায় চোখ রাখতে লজ্জা হয়। অথচ আমরা একটি মুসলিম প্রধান দেশের নাগরিক।

উপস্থাপিকারা হিজাব পরে পর্দায় আসলে সত্যি সুন্দর লাগে। তাদের প্রতি অন্যরকম একটা সম্মানের অনুভূতি তৈরী হয়। তাদের কথারও গুরুত্ব বেড়ে যায়।

কবে শেষ হবে মন্দের রাজত্ব?

বিষয়: বিবিধ

১৯৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File