বিয়ের পরে
লিখেছেন লিখেছেন লালসালু ২৪ মে, ২০১৩, ০৯:১০:১৯ রাত
অফিস থেকে বাসায় ফিরতে
কখনো হলে Late
বৌ বলে “বাইরে থাকো
খুলব না আজ Gate
অফিস ছুটি হয়েছে কবে
এখন কেন বাসায়?
চার ঘন্টা বসে আছি
শুধু তোমার আশায়।
আজ সারাদিন কি করেছ
কোথায় গিয়েছ রাতে?
আর একদিন দেরি হলে
ভাত জুটবে না পাতে।
অফিস ছুটি ছ’টা বাজে
এখন বাজে নয়,
এরকম অনেক ‘ফালতু’ কথা
বৌ আমাকে কয়।
আপনারা জানেন আমি এত
খারাপ পোলা নই,
কোনরকমে দাঁত খিঁচে
রোজই এসব সই।
বিষয়: সাহিত্য
২৩২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন