গোঁড়াদের ঘোড়সওয়ারী ও তীরন্দাজীর ইসলাম বনাম বুঝদারদের ক্রিকেট-ফুটবল সমেত ইসলাম
লিখেছেন লিখেছেন সময়ের কথা ২০ জুন, ২০১৩, ০৭:০৮:৫৭ সকাল
বর্তমান যুগের মত এত ব্যস্ত হয়ে ফুটবল বা ক্রিকেট খেলায় মসগুল হওয়া হয়তো আমরা অনেকেই পছন্দ করি না। অনেক ইসলামিষ্টরাই পছন্দ করে না। কেউ কেউ তো ঘোড় সওয়ারী বা তীরন্দাজী ছাড়া আর সকল খেলাধুলাকেই ইসলামের নামে হারাম করে দিয়েছেন। এই সেদিনও কোন এক দরবার শরীফ থেকে ইমেইল আসল আর এই ফতোয়া পেলাম। এসব অতি উতসাহী উগ্রদের ব্যাপারে কিছু না বললাম।
আমাদের নতুনভাবে চিন্তা করা দরকার। প্রথমত ইসলাম বিনোদনের বিপক্ষে নয়, এবং জীবনকে সংকীর্ন করার জন্যে আসেনি। তাই এসব খেলাধুলা আমাদের জীবনের অপরিহার্য অংশের মত। পাশাপাসি, এসব খেলাগুলো এখন কেবলি খেলা না হয়ে এক একটা পেশা হয়েছে, এক একটি খেলা এক একটী প্রোডাকশন। অনেকটা টিভিতে দেখানোর জন্যে নাটক, সিনেমার মত প্রোডাকশন। বিনোদনের কাজও একটা বিরাট বিজনেস সেক্টর। বাচ্চাদের খেলনা তৈরি থেকে শুরু করে একটি ক্রিকেট বা ফুটবল ম্যাচে খেলোয়ার দর্শক সব হাজির করাও একটি পন্য। হালাল ও গ্রহনযোগ্য পদ্ধতিতে তৈরি করলে এই প্রোডাকশনগুলো ভাল এবং দরকার।
মুসলিমরা এই প্রোডাকশনগুলোতেও পিছিয়ে আছে কেবল নিজেদের দেয়া কনজাভেটিভ টাইপ ভাল না ভাল না ফতোয়া দিতে দিতে। এখানেও একই অবস্থা হয়েছে, যেমনটি হয়েছে টেলিভিশন ও অন্যান্য মিডিয়ার ক্ষেত্রে। আর মুসলিমরা কেবল হাহুতাশ করে, আমাদের কেন CNN, BBC, ATN, Channel I, প্রথম আলো ইত্যাদি নেই। ইসলামের প্রসারে উমর (রা), খালিদ বিন ওয়ালিড যেমন ছিল ডিফারেন্ট অন্যদের চেয়ে, তেমনি আজকের হাসিম আমলা, মোহাম্মদ আলীরা ডিফারেন্ট হবে। মুলত এই ব্যবসার সেক্টরটি ও সামাজিক গুরুত্বের সেক্টরটিকে আমরা যত অবহেলা করবো ততই আমরা পিছিয়ে পড়ব।
আর ক্রিকেটের চাইতে ফুটবলটি আমার কাছে অনেক প্রোকাক্টিভ মনে হয়। ঘন্টাখানেকের খেলা প্রচুর উদ্দাম ও ব্যায়ামের উতস। বাংলাদেসেরহ মানুষ ক্রিকেট প্রেমী না হয়ে ফুটবল প্রেমী হলে দেশের জন্যেই ভাল হত। আর ইসলামীষ্টরা চায় বা না চায়, দুই বিষয়েরই প্রেমি হওয়া সময়ের দাবী। আমি ইসলামী দাওয়াতের কাজে সবচেয়ে বড় যে বিরোধীতাগুলোর মুখোমুখী হয়েছিলাম তার একটি হচ্ছে খেলার মাঠের নিয়ন্ত্রন ইসলাম বিরোধীদের হাতে থাকার কারনে। কারন আমি নিয়মিত ফুটবল মাঠে যেতাম না, আর ওই ফুটবল মাঠেই তারা কুবুদ্ধিগুলো পাকাতো ও প্রুপিং রেডি করত ইসলামী কাজের বিরোধীতায়। অথচ এই খেলার মাঠটিতো আমার জন্যে হারাম ছিল না। আমি চাইলেই যেতে পারতাম। হয়তো এটিই আমার ব্যররথতা। আল্লাহ ভরসা
---------------------------
ইসলামী প্রজাতন্ত্র ইরান নিয়ে অনেকের প্রশ্নের অন্ত নেই। শিয়া-সুন্নীর বিভেদ কেবল নয়, বরং কাফির-মুসলিমের বিভেদে গিয়েও আলোচনা শেষ হয় না। ইরান নিয়ে কিছু চিন্তাকর্ষক কথা পড়ুন এক নিঃশ্বাসেঃ ইসলামী ঐক্যের ভিত্তিঃ ইরান প্রসঙ্গে আলোচনা
ইসলামের সঠিক বুঝ পাওয়ার ক্ষেত্রে এই পোষ্টটিতে কিছু চিন্তাকর্ষক পয়েন্ট তুলে ধরা হয়েছেঃ ইসলামের যুগ বা জাতিবদ্ধতার বিশ্লেষনঃ ইসলাম কি আরবীয়, মধ্যযুগীয় বা প্রাচীন যুগীয়
আমার ফেসবুকঃ Mohamad Ahsanul Haque Arif
বিষয়: বিবিধ
১৭৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন