কেন কুরআন বুঝে পড়া উচিত?

লিখেছেন লিখেছেন সময়ের কথা ০৭ মার্চ, ২০১৪, ০৯:৩২:২৮ রাত

পাগল মুসলিম দেখেছেন! একটু চিন্তা করুন। একজন ডাক্তার আমাকে প্রেসক্রিপশন দিলেন সেটা পড়ে ওষুধ কিনে খাওয়ার জন্যে। কিন্তু আমি যদি তা না করে ১০০ বার প্রেসক্রিপশনটা পড়ি (বা তেলওয়াত করি) তসবীহ জপার মত করে তাতে কি রোগ সারবে! ডাক্তার বলেছেন তিনবার ওষুধ খেতে প্রেসক্রিপশন পড়ে, আমি যদি তিনবার কেবল প্রেসক্রিপশনটা উচ্চস্বরে তেলওয়াত করি তাহলে কি আপনারা আমাকে পাগল বলবেন না! আর আমি যদি প্রেসক্রিপশনটাকে মুড়িয়ে তাবিজে ঢুকিয়ে গলায়, হাতে বা কোমরে বেধে রাখি অথবা প্রেসক্রিপশনটা ধুয়ে পানিতে গলিয়ে সেই পানি পান করি তাহলেতো আপনারা আমাকে সোজা হেমায়েতপুর পাঠানোর ব্যবস্থা নিবে হয়তো। এবার চিন্তা করুন, কুরআন আল্লাহ রাব্বুল আলামীন আমাদের দিয়েছেন বুঝে পড়তে এবং নিজেদের দায়িত্ব কি আল্লাহর কাছ থেকে তা জেনে নিতে। কিন্তু আমরা কি করছি!

ইদানিং অনেকেই নিজের ভেতর থেকে আগ্রহ পোষণ করছেন কুরআন বুঝে পড়ার জণ্যে। একটা সময় ছিল, যখন পুরো একটা পাড়া খুজলেও কুরআনের একটা অনুবাদ পাওয়া যেত না। কুরআনের যে কপিটিও বাসায় থাকতো তা রাখা হতো উচু শেলফের উপরে, এতটাই উপরে যে ধরা-ছোয়ার বাইরে থাকতো পরিবারের বেশীরভাগ সদস্যের। কিন্তু এখন আমার আপনার ঘরে কুরআনের সুন্দর অর্থসহ কপি না থাকাটাই বরং দুর্ঘটনায় রুপ নিচ্ছে। অনেক ঘরে এখন কেবল অর্থসহ কুরআন নয় বরং তাফসীরও (ব্যাখ্যাগ্রন্থ) রয়েছে। আলহামদুলিল্লাহ।

কুরআন হল জান্নাতের ম্যাপ। আমরা পৃথিবীতে এসেছি জান্নাত থেকে, আবার ইনশা আল্লাহ জান্নাতেই ফিরে যাব। কিন্তু কিভাবে যাব তার পথতো চিনতে হবে তাই না! কুরআন হল আল্লাহর পক্ষ থেকে বলে দেয় ম্যাপ যা অনুসরন করে পথ চিনে জান্নাতে যাওয়া যায়। সেই কুরআনকে না পড়ে, বড় বড় ডিগ্রীধারী হয়ে বা উচ্চ বেতনের চাকুরী করেই কি জান্নাতে চলে যাওয়া যাবে? কুরয়ানে নামাজের কথা বলা হয়েছে, যাকাতের কথা বলা হয়েছে... আর কি কিছু বলা হয়নি? যদি বলা হয় তা কি আমি-আপনি জানি বা জানার চেষ্টা করেছি? তাহলে আল্লাহ কুরআন কেন দিলেন, কেবল রাসুল (স) কে দিয়ে নামাজ-রোজা-খতনার নিয়ম শিখিয়ে দিলেইতো পারতেন। কিন্তু না, আল্লাহর উদ্দেশ্য তা নয়। বরং ভিন্ন কিছু। সেটিই আল্লাহ বর্ননা করেছেন কুরআনের পরতে পরতে।

আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে। অতএব, কোন চিন্তাশীল আছে কি? -54:17,22,32,40

এইভাবে আল্লাহ্ তোমাদের জন্য তাঁর বাণীসমূহ সুস্পষ্ট করে দিয়েছেন যেন তোমরা বুঝতে পার। -02:242

নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্যে নিদর্শনাবলী রয়েছে। -15:75; 30:21; 39:42; 45:13

একটু কি আমার-আপনার সময় হবে না প্রতিদিন আপনার রবের চাওয়া কি তা জানার চেষ্টা করার!

আগামী পোষ্টে ইনশা আল্লাহ বলব, কুরআন কিভাবে অধ্যয়ন করবেন।

সুত্রঃ

১/ ঈমানের হাকীকত - সাইয়্যেদ আবুল আ'লা মওদুদী।

২/ ইসলামের হাকীকত - সাইয়্যেদ আবুল আ'লা মওদুদী।

৩/ জান্নাতের ম্যাপ - আল কুরআন একাডেমি লন্ডন কর্তৃক নির্মিত একটি নাটক।

ফেসবুকে আমাকে পাবেন এখানে!

বিষয়: বিবিধ

১৫৬৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

188562
০৭ মার্চ ২০১৪ রাত ০৯:৫৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫১
154027
সময়ের কথা লিখেছেন : ধন্যবাদ
188563
০৭ মার্চ ২০১৪ রাত ০৯:৫৬
সায়িদ মাহমুদ লিখেছেন : হুম ঠিক তাই, প্রেসক্রিপশনের মতো কোরআন টাও বুঝেশুনে পড়া উচিত।
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫১
154028
সময়ের কথা লিখেছেন : ্ধন্যবাদ। Happy
188569
০৭ মার্চ ২০১৪ রাত ১০:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ সুন্দর পোস্টটির জন্য। কুরআন শরিফ অর্থ সহ পড়ার চিন্তাই অনেকের মাথায় এখনও আসেনা। কয়েকজন আবার ফতোয়া দিয়েছেন কুরআন বুঝে পড়ার জন্য নাকি অনেক বড় আলেম হতে হবে!
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫২
154030
সময়ের কথা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। ফতোয়াবাজদের বসন্ত চলছে। :দ
188586
০৭ মার্চ ২০১৪ রাত ১০:১৫
হতভাগা লিখেছেন : অর্থসহ বুঝে ক্বুরআন পড়লে ছোয়াব বেশী হয়
০৭ মার্চ ২০১৪ রাত ১০:১৭
139865
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : শুধু ছোয়াবের জন্য কুরআন আসেনি
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫২
154031
সময়ের কথা লিখেছেন : প্রবাসী শাহীন ভাই, ঠিক বলেছেন।
188628
০৭ মার্চ ২০১৪ রাত ১১:২৪
সত্যলিখন লিখেছেন : কোরান টা হলো মানবজাতির জীবন পরিচালনার ম্যানুয়্যাল বা থিউরি । আর বাস্তব জীবনে তা বাস্তবায়ন করার মাধ্যমে প্রেক্টিক্যাল বলা হবে ।
থিউরী আর প্রেক্টিক্যাল সমান তালে পাশ মার্ক না আসলে দুনিয়া আখিরাত দুইটাতেই আমরা অকৃতকার্য হয়ে যাবো।
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫২
154032
সময়ের কথা লিখেছেন : সহমত।
188689
০৮ মার্চ ২০১৪ সকাল ০৭:২৩
শেখের পোলা লিখেছেন : আওয়াজ দিয়েন৷
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫২
154033
সময়ের কথা লিখেছেন : দিলাম। Happy
188744
০৮ মার্চ ২০১৪ সকাল ১০:২৮
সজল আহমেদ লিখেছেন : যাযাকাল্লাহু খাইরান।
205121
০৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৩
সময়ের কথা লিখেছেন : জাজাক আল্লাহ খাইরান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File