মাদ্রাসাটির নাম তামিরুল মিল্লাত!
লিখেছেন লিখেছেন সময়ের কথা ১৪ অক্টোবর, ২০১৪, ১০:০৯:০৬ রাত
মাদ্রাসাটির নাম তামিরুল মিল্লাত। আমার দুই ধনী আত্মীয় খালাতো ভাই পড়তো এ মাদ্রাসায়। একারনে অনেক বছর আগে প্রথম নাম শুনি এই মাদ্রাসার। একটি মাদ্রাসার ছেলে কিনা নটরডেম, ভিকারুন্নিসা, হলিক্রস, ইত্যাদিক কলেজের সকল ছাত্রছাত্রীকে ডিঙ্গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি নয় বরং পর পর একাধিক ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে। এটি চপেটাঘাত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাম-রাম-মুজিববাদী শিক্ষকদের, যারা ইতিমধ্যেই বেশ কয়েকটি সাবজেক্টে মাদ্রাসা ছাত্র ভর্তির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যোগ্যতা নাইয়ের অজুহাত তুলে।
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার জ্ঞান যত বৃদ্ধি পায় ততই বেশীবার জানতে পারি যে এই দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার একটি অন্যতম পিলার হলো এই তামীরুল মিল্লাত মাদ্রাসা। দেশের সবচেয়ে বেশী এ-প্লাস, সবচেয়ে বেশী পাসের হার ইত্যাদি বিশেষনগুলো তামিরুল মিল্লাতের নামের সাথে প্রতিবছরই শোনা যায়। তাই একটি মরন কামড় দেয়ার অপেক্ষায় থাকে রাম-বাম-মুজিব গুন্ডারা।
মাদ্রাসায় কুরআন-হাদীস ও ইসলামী বই মাদ্রাসায় থাকাটাই স্বাভাবিক। কিন্তু এইগুলোকেই জঙ্গী বই হিসেবে প্রচার করার জন্যে কয়েক ডজন পুলিশের প্রহরায় কয়েকটি টিভিচ্যানেলের ক্যামেরা হাজির হলো তামিরুল মিল্লাতে।
১- দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি পুলিশ ও ছাত্রলীগের গুন্ডাদের লেলিয়ে দিয়ে তাদের জঙ্গি প্রমানের চেষ্টা শুরু করা হয়েছে।
২- দেশের সেরা মাদরাসার ক্ষতি সাধনের লক্ষ্যেই সরকারের নির্দেশে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
৩- মাদরাসার ছাত্রদেরকে ভয় প্রদর্শনের লক্ষ্যে এ হামলা। স্বচ্ছল অভিভাবকরা যাতে মাদ্রাসায় সন্তান পাঠাতে ভয় পায় এই উদ্দেশ্যকেও সামনে রাখা হয়েছে।
৪- শত প্রচেষ্টা সত্তেও মাদরাসা শিক্ষাকে বাধাগ্রস্থ না করতে পেরে সরকার এবার মাদরাসার উপরই হামলা করার কাজ করছে। সেক্ষেত্রে সেরা মাদরাসাকেই তারা বেছে নিল!
৫- সব জায়গায় জামায়াত-শিবিরের ধুয়া তোলা ও হামলা-মানবাধিকার লঙ্ঘনকে এভাবে বৈধতা দেয়ার চেষ্টা করা হচ্ছে।
৬- কুখ্যাত পুলিশ অফিসার ডিসি হারুনের এ মাদরাসার গাজীপুর ব্রাঞ্চে উপর হামলা করার জন্যই হয়ত নতুন করে বদলী করে গাজীপুরে আনা হয়েছিল।
তথ্য জানলেন। মুমিনে হিসেবে চোখ বুঝে ঘুমিয়ে ঘুমিয়ে জিকির করার দায়িত্ব আপনার। এজাতি এখন যিকির করেই সব সমস্যার সমাধান চায়। কারন এরা পঙ্গু, অন্ধ, বোবা এবং কালা।
বিষয়: বিবিধ
১৯১৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সারা বিশ্বে যেমন মুসলিমদের জন্যে মানবতার বাজেট নিঃশেষ হয়ে গেছে,তেমনি বাংলাদেশেও জামাত-শিবিরের এক ই অবস্হা।
এদের জন্য মানবতা-সুবিচার বলে কিছু নেই!এদের কে উৎখাত করতে পারলেই সমাজে অনৈতিকতা-অনাচারের মহান সভ্যতা চালো করা যাবে!
মন্তব্য করতে লগইন করুন