তবে কি আমরা চোখ বন্ধ করেই চাদ দেখব?
লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ১৮ আগস্ট, ২০১৩, ০২:৫৬:০৮ দুপুর
ঐশীর পিতা-মাতা নিহত হয়েছেন।
আমরা তাদের মাগফিরাত কামনা করি। আল্লাহ তায়ালা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদায় আসীন করেন। আমীন
কে হত্যা করেছে?
উত্তর দিতে গেলে সর্বাঙ্গ ভিজে যায় শরীরের ঘামে। কেননা সত্য কোনটি বলা মুশকিল। তবে সংবাদ মাধ্যম প্রচার করছে, ঐশীই তার পিতা-মাতার হন্তার।
তবে তা কি সত্য বলে মেনে নেয়া যায়?
উত্তরে বলতে হবে: হতেও পারে আবার নাও হতে পারে।
নজর ফিরান:
রুমানার ঘটনার দিকে।
= তাকে কি আসলেই তার স্বামী প্রচার করেছিল?
= যদি করেই থাকে, তা কি সেরকম ছিল, যেরকম প্রচার করা হয়েছিল?
= আর যদি প্রহার করেই থাকে, তবে কেন? তা কি প্রকাশ পেয়েছে?
= তাকে যেভাবে অন্ধ বানিয়ে প্রচার করা হয়েছিল, তা কি নাটকীয় ছিল না?
= তা কি বাহু শক্তির অপপ্রচার ছিল না?
= সেই রুমানা এখন কি অবস্থায় জীবন যাপন করছে, তা কয়জন্যই জানে। আবার কেউ প্রকাশ করতে চাইলেও হয়ত, তাতে পাগল বলেই আক্ষায়িত করা হবে, নতুবা তাকে সায়িদেরই সঙ্গী হতে হবে।
সাগর-রুনীর হত্যার কুল কিনারা কি হয়েছে?
আসল হন্তার রয়ে গেছে দুধে ধোয়া। আর আমরা ঘোলা পানিতে মাছ শিকার করছি মাত্র।
নেপালের রাজ পরিবারকে কে হত্যা করেছিল বা করিয়েছিল?
সংবাদে প্রচার হয়েছিল, তার ছেলেই সবাইকে মেরেছে এবং তাকেও হত্যা করা হয়েছিল হাসপাতালে। অথবা সে হাসপাতালে মারা গেছে সেটাই ছিল নাটক মাত্র।
ঐশীর পিতা-মাতাকে কে হত্যা করেছে, তা একদিন রেড়িয়ে আসবে। তবে প্রকৃত ঘটনা কয়জনই বা জানতে পারবে। কেননা আজ যেভাবে প্রচার করা হচ্ছে, তখন সেভাবে তা প্রচার করা হবে না। যেমন রুমানা ঘটনাটি সেই সময় যেভাবে প্রচার করা হয়েছিল, কিন্তু তার প্রকৃত ঘটনাটি সেভাবে প্রচার করা হচ্ছে না। আর যদিও কিছু হয়েও থাকে, তবে মানুষকে বিশ্বাস করানো বড়ই কঠিন।
আর ঐশী যদিও সত্য কথাটি প্রকাশ করে, যদি সে হন্তার না হয়ে থাকে, তা প্রকাশ করা হবে না। কেননা যারা প্রচার করবে, তারাই যদি চান, ঘটনার প্রবাহ এভাবে হোক।
সত্য প্রকাশের প্রত্যাশায় রইলাম।
বিষয়: বিবিধ
১৯৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন