CBF নিয়ে ভাবনা ও একজন সদস্যর ৬ টি গুণ
লিখেছেন লিখেছেন ইকুইকবাল ১৮ আগস্ট, ২০১৩, ০২:৪১:৩৮ দুপুর
চিন্তার ক্ষেত্রে যে আলোড়ণ সৃষ্টিকারী একটি বুদ্ধিবৃত্তিক সংগঠন কমিউনিটি ব্লগারস ফোরাম তা আর বলার অপেক্ষা রাখেনা। এই প্লাটফর্মে আছে অনেক তাবড় তাবড় ব্লগার, যশস্বী অনলাইন এক্টিভিস্ট, ডাকসাইটে সাংবাদিক, সম্ভাবনাময় লেখক, সাহিত্যিক, উদিয়মান কলামিস্ট, দেশ প্রেমিক ও ইসলামের প্রকৃত তল্পীবাহক। সিবিএফ এমনই একটি সংগঠন যা ব্লগারদের ঐক্যের প্রতিক। এখানে সব মত অর্থাৎ মু্ক্ত পথ মুক্ত মতের মিলন মেলা। কারো কোন ব্যক্তিগত বা দলীয় এজেন্ডা নিয়ে বের হয়নি সিবিএফ। আবেগ ও বিবেকের ভারসাম্যপূর্ণ অবস্থান রেখে সিসিএফ তার নির্দিষ্ট লক্ষ্য-উদ্দেশ্য, ভিশন-মিশন, নীতিমালা, কর্মসূচি ও কর্মপদ্ধতী নিয়ে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। কোন প্রতিবন্ধতকাই একে আটকিয়ে রাখতে পারছেনা। দিনদিন এর জনপ্রিয়তা তুঙ্গে উঠছে।
আসল কথায় আসি, সিবিএফ সংগঠনের সদস্যদের সাফল্য অর্জন করতে হবেই। আর সাফল্য হচ্ছে ‘কার্যকর দৃষ্টিভঙ্গি দিয়ে ধৈর্য সহকারে লেখালেখি ও মাঠে আন্দোলনের প্রতিকূলতাকে অতিক্রম করা’।
সাফল্যের স্বর্ণশিখরে পেীঁছতে হলে আমাদের সিবিএফ এর সদস্যদের ৬ টি গুণ অর্জন করতে হবে। তা হল-
১. Respect (সম্মান): আমাদের দায়িত্বশীল/লিডার/সদস্য প্রত্যেকে একে অপরে স্বেচ্ছায় সম্মান প্রদর্শন করব ইনশাআল্লাহ।
২.Influence (উৎসাহ): ভাল কাজ হলে তাকে উৎসাহ দিবই। যদিও সে আমার অপছন্দের হয় তারপরও। তার লেখা ও মাঠে কাজের ক্ষেত্রে কোন ভুল ত্রুটি থাকলে ইনবক্স করব কখনও পাবলিক প্লেসে নির্বোধের মত সমাধানের চেষ্টা করবনা।
৩. Help (সহযোগিতা): দেশ, ইসলাম, সত্য ও ন্যায়ের পথে যে কোন উদ্দ্যোগী কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
৪. Gratitude (কৃতজ্ঞতা): কেউ আমাদের কোন উপকার করলে তার প্রতি কৃজ্ঞবোধ থাকা। হতে পারে কোন সদস্য আমাদের কোন অঞ্চলে একটি সুন্দর প্রশংসনীয় মানববন্ধন, সেমিনার, সম্মেলন, প্রতিবাদ সভা করল তারজন্য সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করার মানসিকতা রাখতে হবে। এছাড়া অনেক সময় আমাদের সদস্যদের বাহিরে অথবা সদস্যদের ভিতরের এক এলাকা ছাড়াও অন্য এলাকার ভাইয়েরা সিবিএফ এর বিভিন্ন প্রচারণা চালায় সেক্ষেত্রে তার লেখায় মন্তব্য করে কৃতজ্ঞতা প্রকাশ করা।
৫. Experience (অভিজ্ঞতা): (((অভিজ্ঞতা অর্জন করা যায়:-দীর্ঘদিন কোন সংগঠন বা কাজের সাথে লেগে থেকে, প্রাকৃতিক অথবা যে কোন পরিবেশ থেকে, যে কোন কাজের সঠিক প্রশিক্ষণ নিয়ে, অপরের ভুল বা বাস্তব অভিজ্ঞতা থেকে, নিজের ভুল থেকে, সব ব্যাপারে খোঁজ খবর নিয়ে, স্ট্যামিনা/ কঠোর পরিশ্রম করে)))। আমরা অনেকে নিজেকে মনে করি অনেক অভিজ্ঞ, জনপ্রিয়, সংগঠিত ও শক্তিশালী। এই ধারণা একপ্রকার গর্ব ও অহংকার। যা আল্লাহ পছন্দ করেননা, মানুষের কথা বাদই দিলাম। তাই আমরা সিবিএফ এর সদস্য হিসেবে এই ভুল থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা কখনও ব্যক্তিগত বিষয়টি সংগঠনের উপর চাপাবনা আশা রাখতে পারি সবার কাছ থেকে।
৬.Study (অধ্যয়ন): Education without morality is like the baseless basket. আমরা জানি শিক্ষাই জাতির মেরুদন্ড। আরেকটি কথা বলেছেন এক প্রখ্যাত বিজ্ঞানী If you live too long with a machine you begin to grow like it. তাই আমাদের শুধু লাইক আর কমেন্ট করব ও পাওয়ার আসায় বসে থাকব তা হবেনা। আমাদেরকে পড়তে হবে অনেক লেখতে হবে অনেক কম। তাও ভাবতে হবে কিভাবে লেখলে বিষয়টি আরো ভার হয়। আর আমাদের একজন সিবিএফ এর সদস্য হিসেবে প্রতিনিয়ত লেখা-পড়া করতে হবে। ইসলামি, দেশের সঠিক ইতিহাস সমৃদ্ধ বই পড়তে হবে। কলাম, ব্লগ, ফেইসবুকের নোট, পেইজের লেখা, ভাল লেখকের স্ট্যাটাস, গ্রুপের ভাল পোস্ট কোনটাই বাদ দেয়া যাবেনা। মন্তব্য ও লাইক তারাই পাবে যাদের লেখা ভাল।
কবির ভাষায়:-
সত্য ন্যায়ের সবক নে ফের, নে সবক তুই বীরত্বের
তোরে দিয়ে কাজ হবেরে আবার, সারা দুনিয়ার ইমামতের।
-আহবায়ক, সিবিএফ মুন্সিগঞ্জ, সদস্য, কেন্দ্রীয় কমিটি
বিষয়: বিবিধ
১৫০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন