আসুন, আমরা তাদের জন্য কিছু করি

লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ২৭ এপ্রিল, ২০১৩, ১০:৩৯:৫৩ রাত

সাভারের বিল্ডিং ধসে যারা মারা গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন।

সবার নিকট আমার আকুল আবেদন:



যারা মারা গেছেন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন।

যারা অসুস্থ তাদের সুস্থতার জন্য দোয়া করুন।

তাদের চিকিৎসা সেবা দানে অগ্রনী ভুমিকা পালন করুন।

যারা তাদের পরিবারকে চিনেন, তাদের নিকট গিয়ে শান্তনা প্রদান করুন।

তাদের যদি ঋণ থাকে, তা পরিশোধ করার জন্য সহযোগিতা করুন।

তাদের অসহায় পরিবারের দিকে সহযোগতার হাত বাড়িয়ে দিন।

তাদের বৃদ্ধ পিতা-মাতার পার্শে গিয়ে দাড়ান, তাদের সন্তান বিয়োগের বেদনাকে ভুলিয়ে দিন।

তাদের সন্তানদের লেখা-পড়া চালিয়ে যাবার ব্যবস্থা করুন।

তাদের অবিবাহিত বোন বা কন্যা থাকলে, বিবাহের ব্যবস্থা করুন ও সার্বিক সহযোগিতা করুন।

তাদের এমন কিছু করে দিন, যার দ্বারা তারা সুখে দিনাতিপাত করতে পারে।

কেউ পারলে, তাদের লিস্ট করে, তাদের গ্রামের ঠিকানা ব্লগে প্রকাশ করুন, যাতে করে কেউ স্বচক্ষে দেখে তাদের সহযোগিতা করতে পারে।

কেউ পারলে, তাদের কোন সন্তানের জন্য লেখা পড়ার সার্বিক ভার গ্রহণ করুন।

কেউ পারলে, তাদের কোন একজনের বোনের বা কন্যার বিবাহের সার্বিক ভার গ্রহণ করুন।

কেউ পারলে, তাদের বৃদ্ধ পিতা বা মাতাকে মা ডেকে এবং তার সার্বিক খরচের ভার গ্রহণ করুন।

কেউ পারলে, তাদের স্ত্রীর ভরণ-পোষণ গ্রহণ করুন।

আমাদের সমাজে অনেক এমন লোক পাওয়া যাবে, যারা দশটি পরিবারের সার্বিক ভার গ্রহণ করতে পারবেন।



আরো অনেক কিছু করা যেতে পারে। আসুন কথায় না বড় হয়ে, কাজে বড় হই।

আল্লাহ তায়ালা আমাদেরকে তাওফীক দান করুন। আমীন

বিষয়: বিবিধ

১৩৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File