শুধু একটি রায়ের অপেক্ষা।

লিখেছেন লিখেছেন জাকির বেপারী ২৭ এপ্রিল, ২০১৩, ১০:৩১:২৫ রাত



অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সাভার ট্রাজেডী নিয়ে সরকার এখন বেসামাল অবস্থায় আছে। একদিকে ভবন মালিক যুবলীগের নেতা, অন্যদিকে তাদের চিরাচরিত নিয়মে নিজেদের লোক নয় অস্বীকার করা। আবার মখা আলমগীর বিবিসি'কে বলেছে- ভবনের কিছু স্তম্ভ নাড়াচাড়া ও ঝাকুনি দেবার কারনে নাকি ভবন ধ্বসের কারন! উদ্ধার কাজে সরকারী লোকদের নিরবতা প্রমান করে, অসংখ্য মানুষের লাশ তারা ধামাচাপা দেবার চেষ্টা করেছিল কিন্তু স্থানীয় জনতার প্রতিরোধের মুখে তা সম্ভব হয়নি। বেশিরভাগ উদ্ধার কাজ স্থানীয় মানুষদের দ্বারাই সম্ভব হয়েছে।

সবকিছু মিলিয়ে বুঝা যাচ্ছে সরকার খুব বেকায়দায় আছে। এবং এই থেকে পরিত্রান পাবার জন্য সরকার হয়ত যেকোন সময়, যেকোন দিন যুদ্ধাপরাধ অভিযোগে অভিযুক্ত একটি রায় দিয়ে ঘটনা অন্যদিকে প্রবাহিত করে দিবে।

বিষয়: বিবিধ

১৬৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File