কবিতাই মারণাস্ত্র
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৪ আগস্ট, ২০১৫, ০৬:১৮:০০ সন্ধ্যা
স্বরবর্ণকে শর বানিয়ে ধারিয়ে রেখেছি
ব্যঞ্জনগুলোকেও বাকিয়ে ধনুক করেছি
শব্দগুলোকে শানিয়ে নিয়েছি, তরবারীর মতো
বাক্যগুলোকে তাক করে রেখেছি, কামানের মতো
আত্মরক্ষার জন্য কথার কুংফু শিখেছি!
তুমি পড়বে!
তাহলেই মরবে!!
তুমি হাটবে
বোমা ফাটবে--
সুমনের ছন্দে বারুদের গন্ধ, গুচ্ছবোমা ওগুলো
ওর উপমা উপস্থিত মাইন, উপরে মায়াবী ধুলো
প্রতীক-রূপক-অলঙ্কার-অনুপ্রাস ভয়ংকর ক্ষেপনাস্ত্র
ওর ব্যঙ্গ-কবিতা/ছড়া লক্ষ্যভেদী মারণাস্ত্র!
সুমন গুলি ছুড়ছে, সামনে ঝুলানো খ্যাতির মুলো!
বিষয়: সাহিত্য
৮০০ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন