একজন আব্দুস শহীদ.......।
লিখেছেন লিখেছেন স্বাধীনতার কথা ২৪ আগস্ট, ২০১৫, ০৫:১০:৩১ বিকাল
বাড়ি কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নে৷লেখাপড়ার হাতেখড়ি নিজ গ্রামে হলেও পরবর্তিতে কুলাউড়া ডিগ্রী কলেজে লেখা পড়ার পাশাপাশি ছাত্র রাজনীতিতে সক্রিয় এক প্রতিভাবান নক্ষত্র ছিলেন৷সেই আশির দশকেও কুলাউড়ার রাজপথে যাদের আনাগোনা ছিল তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম একজন৷
জীবনের একনিষ্ট সততা,ভালবাসা,আর দেশ প্রেম যার রক্তের শিরা উপশিরায় বহমান৷সেই ছোটবেলা থেকে যিনি মেহনতি,দু:খি মানুষের কাধেঁ কাধঁ রেখে এক ঝিলিক হাসি ফোটাতে নিজেকে বিলিয়ে দিতে একটুকুও পিচপা হননি৷
জীবনের মূল নীতি কিংবা আদর্শ যা বিশ্লেষণ করলে এই যুগের তরুনদের আইডল হয়ে থাকবেন যুগযুগান্তরে৷
১৯৭১ কিংবা ৫২ আন্দোলন দেখিনি৷ পড়েছি ইতিহাস, ডুকরে ডুকরে কে ঁদেছি ,রফিক জব্বার,সালাম সহ বীর সেনানীরা বাংলার জন্য প্রাণ দিয়েছে৷ হাজারো মা বোনের ইজ্জত দিতে হয়েছে৷আমরা ভুলিনি বা মন থেকে মুছে দেইনি৷
বীর সেনানীদের গড়ে যাওয়া সোনার বাংলাকে অর্থনীতিক সাফল্য দিতে ইউরোপ চলে যান তিনি.
"ঢেকি স্বর্গে গেলে ধান ভাঙ্গে"
যথার্থ মিল আছে জনাব আব্দুস শহীদ সাহেবের জীবনের সাথে৷
নিজের পরিধি গ্রাম,উপজেলার গন্ডি পেরিয়ে যখন ইউরোপের দেশে বাঙালিদের সুখ দু:খের সাথী হওয়া তা কতজনার পক্ষে সম্ভব!
তিনি জনপ্রিয় একজন দরদী মানুষ,মানুষের সেবা করাই যার জীবনের অঙ্গীকার৷
বর্তমানে তিনি পুরো পরিবার নিয়ে ইংল্যান্ডের সারেতে থাকেন৷
ব্যক্তিগত জীবনে তিনি বিয়ে করেছে উপজেলার রবিরবাজারে৷
৪ সন্তানের জনক তিনি৷
বর্তমান ঘুনে ধরা সমাজ যখন ধুকে ধুকে মরছে৷কালের আবর্তনে যখন ধুলিসাৎ হয়ে যাচ্ছে আমাদের ঐতিয্য৷
গ্রাস করে ফেলছে আমাদেরকে সব অরাজকতা তবুও মাথা তুলে দাড়াতে যিনি সাহস দেন তিনি অন্য কেউ নয় আমাদের আব্দুস শহীদ৷
আল্লাহ উনার দীর্ঘ হায়াত দান করুক এই কামনা করি৷
সগ্রহ- সিলেট এক্সপ্রেস নিউজ
বিষয়: বিবিধ
১২০৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন